হোম > খেলা > ক্রিকেট

এবার রানও করেননি, উইকেটও পাননি সাকিব

ক্রীড়া ডেস্ক    

হারের পর প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে এভাবেই হাসিমুখে ছবি তুললেন সাকিব। ছবি: বাংলা টাইগার্স

আগের ম্যাচে দলের চাপের মুখে ২২ বলে অপরাজিত ১৫ রান করেছিলেন সাকিব আল হাসান। এবারও অপরাজিত থাকলেন বাংলাদেশি অলরাউন্ডার। ১ বল খেললেও খুলতে পারেননি রানের খাতা।

আজ শূন্য হাতেই দিন কাটল সাকিবের। বল করেছেন ২ ওভার। ১২ রান দিলেও পাননি উইকেট। তাঁর দল বাংলা টাইগার্সও হেরেছে আবার। টানা তিন হারে ৪ পয়েন্ট নিয়ে এবারের আবুধাবি টি-১০ লিগের তালিকায় ৯ নম্বরে নেমে গেছে তারা।

ইউপি নওয়াবসের বিপক্ষে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১০ দলের এই লিগে আজ টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৮৭ রান করে বাংলা টাইগার্স। সর্বোচ্চ ২৭ রান করেন ইফতিখার আহমেদ। এর আগে দলকে ওপেনিংয়ে ৪৫ রান এনে দেন দুই আফগান হজরতউল্লাহ জাজাই (২৪) ও মোহাম্মদ শেহজাদ (২৩*)। নওয়াবসের হয়ে ২ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন টাইমল মিলস।

লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ৮৮ রান করে ইউপি নওয়াবস। ১২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় তারা। আভিষ্কা ফার্নান্দো করেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান।

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল