হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তান সিরিজে নিজেকে যাত্রী মনে হয়েছে সাকিবের

সাকিব আল হাসান আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চান। গতকাল রাতে দুবাইয়ে রওনা হওয়ার আগে নিজের ভাবনা জানিয়েছেন গণমাধ্যমকে। সাকিব এও বলেছেন মানসিক ও শারীরিক অবস্থা মিলিয়ে তিনি এখন খেলার অবস্থায় নেই। যে কারণে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি সিরিজেই নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে সিরিজে ৫ উইকেট নিলেও ৩ ম্যাচে রান করেছেন ৬০। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পারফরম্যান্সের গ্রাফ আরও নিচে। বোলিংয়ে ২ উইকেটের সঙ্গে রান করেছে ১৫। এমন পারফরম্যান্সে সাকিব নিজেও সন্তুষ্ট নন, ‘আফগানিস্তান সিরিজে আমি ভালো খেলতে পারিনি, চেষ্টা করেছি। মনে হয়েছে আমি গাড়ির যাত্রী ছিলাম। আমি কখনোই যেটা চাই না। খেলাটা একবারেই উপভোগ করতে পারিনি। ওয়ানডে, টেস্ট দুই সিরিজই।’ 

সাকিব খেলতে চান নিজের ওপর পূর্ণ আস্থা নিয়ে। পারফরম্যান্স দিয়ে যেন নিজের এবং দলের প্রত্যাশা মেটানোর সর্বোচ্চ সম্ভাবনা থাকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার বিরতি চাওয়ার কারণ এটিই বলে তিনি জানিয়েছেন। আর সামনে দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ অলরাউন্ডার, ‘এ রকম মানসিক অবস্থা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটা ঠিক হবে না। এখন পর্যন্ত মনে হচ্ছে আমার শারীরিক এবং মানসিক অবস্থা যদি এ রকম থাকে তাহলে দলের জন্যই ক্ষতি হবে। নিজের প্রতি নিজের চাওয়া এবং মানুষ প্রত্যাশানুযায়ী যদি না খেলতে পারি এবং যদি যাত্রী হয়ে থাকতে হয় সেটা দুঃখজনক।’ 

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার