হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে পেছনে ফেলে আইসিসির বছর সেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন বাবর আজম। গত বছরের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বেছে নিতে মোট চারজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেখানে সাকিব আল হাসান, পল স্টার্লিং ও ইয়ানেমান মালানকে টপকে বর্ষসেরার স্বীকৃতি পেলেন বাবর। ২০২১ সালে খুব বেশি ওয়ানডে না খেললেও ব্যাটিংয়ে দুর্দান্ত ছিলেন পাকিস্তান অধিনায়ক। 

২০২১ সালে বাবর মোট ছয়টি ওয়ানডে খেলেন। রান করেছেন ৪০৫। গড় ৬৭.৫০। এর মধ্যে দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি রয়েছে। গত বছর পাকিস্তানের খেলা দুটি ওয়ানডে সিরিজেই উজ্জ্বল ছিলেন বাবর। সেটারই পুরস্কার পেলেন বর্ষসেরার স্বীকৃতি পেয়ে। 

অন্যদিকে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার দৌড়ে ভালোভাবেই ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে ব্যাটে-বলে গত বছরটা দারুণ কেটেছে এই বাংলাদেশ অলরাউন্ডারের। মোট ৯ ওয়ানডেতে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন। এর মধ্যে দুটি ফিফটি রয়েছে। পাশাপাশি বোলিংয়ে ১৭.৫২ গড়ে নেন ১৭ উইকেট। গত বছরের জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজসেরার পুরস্কারও যায় সাকিবের হাতে। তবে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকা থেকে পুরস্কার জিততে পারলেন না।

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া