হোম > খেলা > ক্রিকেট

দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজ বোঝালেন ‘বাঘ’ এসে গেছে

‘এসেই কাজ শুরু করে দিয়েছেন মোস্তাফিজ।’ মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে দিল্লি ক্যাপিটালসের উচ্ছ্বাস প্রকাশ।  নিজেদের ফেসবুক পেজে দিল্লি হিন্দিতে এ কথা লিখে মোস্তাফিজের বোলিংয়ের একটা ছবি পোস্ট করেছে। গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ হারলেও কাটার মাস্টারের বোলিং যে কাল মুগ্ধতা ছড়িয়েছে, দিল্লির ফেসবুক পেজের এই পোস্ট দেখলে সেটি আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে দ্য ফিজকে স্বাগত জানিয়ে দিল্লি তাদের ফেসবুক পেজে লিখেছিল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’ দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজও এবার বোঝালেন ‘বাঘ’ এসে গেছে। 

৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, যেখানে ৭টি ডট বল আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র একটা বাউন্ডারি। এই তথ্যগুলোই বলছে হারদিক পান্ডিয়ার দলকে কতটা ভুগিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। এবার আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ছিলেন দলের সেরা বোলার। 

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ওভারেই ঋষভ পন্ত বল তুলে দিয়েছেন মোস্তাফিজের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সময় নেননি বাংলাদেশি পেসার। প্রথম ওভারের তৃতীয় বলেই ম্যাথু ওয়েডকে ফিরিয়েছেন। অফ স্টাম্পের বাইরে বল পিচ করিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করিয়েছেন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটারকে। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও দিয়েছেন ৬ রান। 

এরপর শেষ দিকে ডেথ ওভারে আবারও গুজরাটের রান তোলার গতি কমাতে অধিনায়কের আস্থা মোস্তাফিজ। ১৭তম ওভারেও উইকেট পাননি, তবে দিয়েছেন ৯ রান, যেখানে আগের ৩ ওভারে দিল্লির ব্যাটাররা রান তুলেছেন দশের বেশি। ইনিংসের এবং নিজের শেষ ওভারে ফিরিয়েছেন রাহুল তেওয়াটিয়া ও অভিনব মনহরকে। এই ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।

মোস্তাফিজের আলো ছড়ানো দিল্লির অন্য বোলাররা তাঁদের কাজটা ঠিকঠাক করতে পারেননি। গুজরাটের তাই সংগ্রহ দাঁড়িয়েছিল ৬ উইকেটে ১৭১ রান।  লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটা জিততে পারেনি দিল্লি। ১৪ রানে হেরেছে পন্তের দল।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে