হোম > খেলা > ক্রিকেট

দাপুটে জয়ে শীর্ষস্থান মজবুত করল বরিশাল

ক্রীড়া ডেস্ক    

দাপুটে জয়ে শীর্ষস্থান মজবুত করল ফরচুন বরিশাল। ছবি: সৌজন্য

রংপুর রাইডার্সের হারে আজ মাঠে নামার আগেই লিগ টেবিলের শীর্ষে উঠে যায় ফরচুন বরিশাল। শীর্ষে ওঠা দলটির দোর্দণ্ড প্রতাপ দিনের দ্বিতীয় ম্যাচে দেখেছে ঢাকা ক্যাপিটালস। বরিশালের বোলিং দাপটে ১৫.৩ ওভারে মাত্র ৭৩ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে ৬.৩ ওভারে বিপিএলের ১০ম সর্বনিম্ন স্কোর তাড়া করে ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বরিশাল।

ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে বরিশাল। সমান ম্যাচে দুই নম্বরে থাকা রংপুরের পয়েন্ট ১৬। ১১ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬। প্লে-অফের আর কোনো আশা রাইল না শাকিব খানের দলটির।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের ১১ তম ম্যাচে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভীর ইসলামের অসাধারণ বোলিংয়ে ৭৩ রানেই অলআউট হয়ে যায় ঢাকা। দলের তিন ব্যাটার—লিটন দাস (১০), থিসারা পেরেরা (১৫) ও রনসফোর্ড বিটনই (১০) শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। বরিশালের বোলারদের মধ্যে নবি ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ টি, তানভীর ২ ওভারে ২ রান দিয়ে ৩টি এবং ফাহিম ১৫ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট।

৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বরিশাল। ৯ বলে ১৫ রানে ফেরেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৫৬ রানের জুটিতে অনায়াসে সারেন তামিম ইকবাল ও ডেভিড মালান। তামিম ১৪ বলে ২১ ও মালান ১৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১ উইকেট হারিয়ে ৮১ বল হাতে রেখেই জিতে যায় রংপুর। ২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানভীর ইসলাম।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি