হোম > খেলা > ক্রিকেট

ভারতকে বিধ্বস্ত করার ম্যাচে রেকর্ডের বন্যা অস্ট্রেলিয়ার মেয়েদের

ওয়ানডে সিরিজ তো খুইয়েছিল আগেই। ভারতীয় নারী ক্রিকেট দলের কাছে চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ধবলধোলাই এড়ানোর। কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি ভারতের মেয়েরা।

টস জিতে প্রথমে ব্যাটিং নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথমে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৩৩৮ রান করে। যা ভারতের বিপক্ষে যেকোনো দলের নারী ক্রিকেটের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। নারী দলের ওয়ানডে সংস্করণে ভারতের বিপক্ষে সর্বোচ্চ পাঁচ ইনিংসের পাঁচটিই অস্ট্রেলিয়ার। রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে যায় ১৪৮ রানে। ১৯০ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে ভারতীয় নারীরা। ম্যাচ হারায় রানের ব্যবধানে ওয়ানডেতে এটা ভারতীয় নারী ক্রিকেট দলের তৃতীয় ম্যাচ।

ওয়াংখেড়েতে আজ ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে উদ্বোধনী জুটিতেই ১৮৯ রান যোগ করেন হিলি ও ফোব লিচফিল্ড। ভারতীয় নারী দলের বিপক্ষে যেকোনো উইকেটেই ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি এটা। ৮২ রানের ইনিংস খেলে রেকর্ডও গড়ে ফেলেন হিলি। একই সঙ্গে অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নারী ওয়ানডে ক্রিকেটে এটা সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডের বাবেত্তে ডি লিডের। আয়ারল্যান্ডের বিপক্ষে ডি লিড খেলেন ৭৬ রানের ইনিংস।

ভারতীয় নারী দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ স্কোর:
অস্ট্রেলিয়া: ৩৩৮-৭; ২০২৪ 
অস্ট্রেলিয়া: ৩৩২-৭; ২০১৮ 
অস্ট্রেলিয়া: ৩০০-৭; ২০১২ 
অস্ট্রেলিয়া: ২৮৭-৯; ২০১৮ 
অস্ট্রেলিয়া: ২৮৫-৪; ২০২৩

ভারতীয় নারী দলের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ পাঁচ জুটি: 
অ্যালিসা হিলি-ফোব লিচফিল্ড (অস্ট্রেলিয়া) : ১৮৯; উদ্বোধনী জুটি; ২০২৪ 
অ্যালেক্স ব্ল্যাকওয়েল-মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) : ১৮০; তৃতীয় উইকেট জুটি; ২০১২ 
অ্যালেক্স ব্ল্যাকওয়েল-এলিস পেরি (অস্ট্রেলিয়া) : ১৮০; তৃতীয় উইকেট জুটি; ২০১৬ 
লিজেলে লি-লরা ভলভার্ট (দক্ষিণ আফ্রিকা) : ১৬৯; উদ্বোধনী জুটি; ২০২১
ডেনিস এমারসন-জিল কেন্নারি (অস্ট্রেলিয়া) : ১৬৭; দ্বিতীয় উইকেট জুটি; ১৯৮২

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার