হোম > খেলা > ক্রিকেট

৫৫ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে ইংল্যান্ড

চোটের কারণে ব্যাটিংয়ে নামার কথা ছিল না নাথান লায়নের। তবে অ্যাশেজ বলে কথা। তাঁর সাহসিকতায় মুগ্ধ হলেন দর্শক থেকে সতীর্থরাও। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ক্রিজে এসে ১৩ বলে ১ চারে ৪ রান করেন লায়ন, সাহায্য করেন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে মূল্যবান ১৫ রান জমা করতে। 

শেষ উইকেট হিসেবে লায়ন ফেরার পর চা-বিরতিতে যায় ইংল্যান্ড। লর্ডস টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরতে হলে রেকর্ড গড়তে হবে তাদের। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৩৭১ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংস ধাক্কায় শুরু করেছে ইংল্যান্ড। ৪ উইকেটে ৫৫ রান করেছে স্বাগতিকেরা। দ্রুত ৪ উইকেট হারিয়ে এখন কাঁপছে তারা। অধিনায়ক বেন স্টোকসের ৫ রানের সঙ্গে ১৮ রানে ব্যাটিং করছেন বেন ডাকেট। 

লর্ডসে এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৪ সালে ইংল্যান্ডের ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। এবার অ্যাশেজে বাজবল ক্রিকেটের শক্তি প্রমাণে লর্ডসে বেন স্টোকসদের ফেরাতে হবে ২০১৯ সালের হেডিংলি ও ২০২২ সালের এজবাস্টনের স্মৃতিকে। 

দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শুরু করেছিল অজিরা। তবে ৯২ রান করতেই শেষ ৮ উইকেট হারায় তারা। সফরকারীরা প্রথম ইনিংসে করে ৪১৬ রান। এজবাস্টন টেস্ট জয়ে অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’