হোম > খেলা > ক্রিকেট

ফের চট্টগ্রামের অধিনায়ক বদল, এবার নেতৃত্বে আফিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অধিনায়কত্বের বাড়তি দায়িত্বটা কি তবে খেলোয়াড়দের কাছে বোঝা মনে হচ্ছে? নয়তো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কেন এত অধিনায়ক বদল?

পয়েন্ট তালিকার তলানিতে থাকা সিলেট সানরাইজার্সের নেতৃত্বে গতকালই বদল এসেছে। মোসাদ্দেক হোসেন সৈকত স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ায় এবং সহ-অধিনায়ক এনামুল হক বিজয় অপারগতা প্রকাশ করায় ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা হয়েছেন সিলেটের নতুন অধিনায়ক।

সে ঘটনার ২৪ ঘণ্টা পেরোতে-না পেরোতেই অধিনায়ক পাল্টাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নাঈম ইসলামের জায়গায় বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্বে এসেছেন আফিফ হোসেন ধ্রুব। বিপিএল ইতিহাসের ৫০তম অধিনায়ক হিসেবে অভিষেক হলো আফিফের।

অথচ সিলেটে আজ মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে অনুশীলনের সময়ও মনে হয়নি চট্টগ্রামের অধিনায়কত্বে পরিবর্তন আসতে চলেছে। ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আফিফ টস করতে গেলে বিষয়টি নিশ্চিত হয়।

এ ব্যাপারে জানতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেননি। অবশ্য টসের সময় নতুন অধিনায়ক আফিফ জানিয়েছেন, অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নাঈম।

টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ঢাকা। নেতৃত্ব হারানো নাঈম একাদশেও জায়গা হারিয়েছেন। ঘরের মাঠে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈমের অধীনে তিন ম্যাচে শুধু একটি জয় পেয়েছে চট্টগ্রাম। ঢাকায় ফিরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষেও হেরেছে নাঈমের নেতৃত্বাধীন চট্টগ্রাম। তাঁর পারফরম্যান্সও একেবারে মলিন। শেষ চার ম্যাচে করেছেন মাত্র ১৯ রান (৩,০, ৮,৮)।

টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বার অধিনায়ক পাল্টাল চট্টগ্রাম। শুরুতে দলটির অধিনায়ক করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। কিন্তু গত ২৯ জানুয়ারি সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে মিরাজকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় নাঈমকে। এ নিয়ে কম জলঘোলা হয়নি।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগের পাহাড় দাঁড় করিয়ে দল ছাড়তে উদ্যত হন মিরাজ। বিপিএল গভর্নিং কমিটির হস্তক্ষেপে শেষ পর্যন্ত মিরাজ দলের সঙ্গে থেকে গেলেও ঘটনাটি টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পরে মিরাজ ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক করে দুই পক্ষকেই সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ