হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের আগে নতুন নির্বাচক কমিটি দিল পাকিস্তান বোর্ড 

পাকিস্তান ক্রিকেট দলের মতো দেশটির বোর্ডও যে ‘আনপ্রেডিক্টেবল’। কোচ নিয়োগসহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কার্যনির্বাহী পদগুলোতেও ঘন ঘন পরিবর্তন হয়। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগস্টে। ক্রিকেটের রাজকীয় সংস্করণের সিরিজ শুরুর আগে গতকাল নতুন করে নির্বাচক কমিটি দিয়েছে পিসিবি।   

নির্বাচক কমিটির সদস্যসংখ্যায়ও পরিবর্তন এনেছে পাকিস্তান। সাত সদস্যের পরিবর্তে পুনর্গঠিত নির্বাচক কমিটি এখন চার সদস্যের। মোহাম্মদ ইউসুফ, আসাদ শফিক তাঁদের জায়গা ধরে রেখেছেন। যুক্ত হয়েছেন গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পি। কারস্টেন বর্তমানে পাকিস্তানের সীমিত ওভারের  ক্রিকেটের প্রধান কোচের দায়িত্বে আছেন। লাল বল তথা টেস্টের প্রধান কোচ হিসেবে আছেন গিলেস্পি। এই নির্বাচক কমিটিকে ভোটাধিকার ও যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। 

একই সঙ্গে ভোটাধিকার নেই এমন সদস্যদের নিয়েও কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আছেন সহকারী কোচ আজহার মেহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, অ্যানালিটিকস ও দলগত কৌশলের ম্যানেজার হাসান চিমা, হাই পারফরম্যান্সের পরিচালক নাদিম খান, আন্তর্জাতিক ক্রিকেটের পরিচালক উসমান ওয়াহলা।

ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে পিসিবির নির্বাচক কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে গত সপ্তাহের বুধবার। এক সপ্তাহ না পেরোতেই নতুন করে নির্বাচক কমিটি দিয়েছে পিসিবি। একই সঙ্গে তাদের (ওয়াহাব-রাজ্জাক) জাতীয় নির্বাচক কমিটির আশপাশেও রাখা হচ্ছে না বলে নিশ্চিত করেছে পিসিবি, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ জানাচ্ছে যে আব্দুল রাজ্জাক, ওয়াহাক রিয়াজ জাতীয় নির্বাচক কমিটির কোনো দায়িত্বেই আর থাকছেন না। রাজ্জাক পুরুষ ও নারীদের নির্বাচক কমিটির অংশ ছিলেন। সেখানে ওয়াহাব ছিলেন ছেলেদের নির্বাচক কমিটিতে।’

২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। রাওয়ালপিন্ডিতে খুব শিগগিরই তাদের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ