হোম > খেলা > ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু কখন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বৃষ্টির বাগড়া যেন পরিচিত দৃশ্য। ইসলামাবাদে চলমান ‘এ’ দলের সিরিজে নিয়মিত হানা দিচ্ছে বৃষ্টি। এবার রাওয়ালপিন্ডিতেও বৃষ্টি হানা দিয়েছে। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট তাই নির্ধারিত সময়ে শুরু করা যাচ্ছে না।  

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের টস আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হওয়ার কথা ছিল। তবে মধ্যরাত থেকে পাকিস্তানের শহরটিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আউটফিল্ডে গর্ত সৃষ্টি হয়েছে। পিচ কাভারে ঢাকা। কিছুক্ষণের জন্য থামলেও আবার ফিরে এসেছে বৃষ্টি। রাওয়ালপিন্ডির আজকের আবহাওয়ার পূর্বাভাসও সুখকর নয়। সারা দিনই বৃষ্টি হতে পারে। এমনকি বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। ঝুম বৃষ্টিতে গতকাল অনুশীলন করা সম্ভব হয়নি। প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দ্বিতীয় দিন থেকে আবহাওয়া নিয়ে চিন্তা কমবে। টেস্টের শেষ চার দিন ঝকঝকে আবহাওয়া থাকার কথাই বলছে পূর্বাভাস।

রাওয়ালপিন্ডিতেই সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ড্র করলেই সিরিজ জিতবে। তবে সিরিজ বাঁচাতে পাকিস্তানের শেষ টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। দ্বিতীয় টেস্টের জন্য গতকাল  ১২ সদস্যের দল দিয়েছে স্বাগতিকেরা।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু