হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজদের যেভাবে আগলে রাখেন দিল্লি অধিনায়ক 

দলের প্রথম সাত ম্যাচে একাদশে ঢোকার সুযোগই হয়নি পেসার চেতন সাকারিয়ার। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচে নেমেই অ্যারন ফিঞ্চের উইকেট উপড়ে দিয়ে জায়গা করে নেন পরের ম্যাচেও। 

মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের নিয়ে দিল্লির বোলিং লাইনআপটা বেশ শক্তিশালীই। স্কোয়াডের বাইরে লুঙ্গি এনগিডি, এনরিখ নর্তিয়েদের মতো পেসাররা। সাকারিয়ার অন্তর্ভুক্তির সেই লাইনআপের বৈচিত্র্য বাড়িয়েছে। 

দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ও কোচ রিকি পন্টিংকে নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজ সতীর্থ সাকারিয়া। কোচ-অধিনায়ক দুজনকে নিয়েই প্রশংসায় পঞ্চমুখ বাঁহাতি এই পেসার। 

কোচ রিকি পন্টিংকে নিয়ে সাকারিয়া বলেছেন, ‘এই দলের সঙ্গে অনেক দিন থেকেই আছি। রিকি পন্টিংয়ের বিষয়গুলো নিয়ে আমি হতবাক। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, দেখা যাবে পন্টিং কিছু একটা নিয়ে মজা করে পরিস্থিতিকে হালকা করে দিচ্ছেন। ম্যাচের আগে তিনি ব্যক্তিগতভাবে সবার সঙ্গেই কথা বলেন। তিনি সব খেলোয়াড়কে আলাদাভাবে ম্যাচের আগে উজ্জীবিত করেন।’

অধিনায়ক ঋষভ পন্তকে নিয়েও আছে সাকারিয়ার মুগ্ধতা। জানালেন দলের ভালো-মন্দ সবদিকেই খেয়াল পন্তের, ‘ঋষভ ভাই খুবই ঠান্ডা মানুষ। সব চাপ-দায়িত্ব একাই কাঁধে নিয়ে নেন। চাপের সময় পুরো দলের ভার তিনি একাই বয়ে বেড়ান। দলের যখন কেউ ভালো করে তিনি সেই খেলোয়াড়ের খুব প্রশংসা করেন। আর কেউ খারাপ করলে সবার আগে তিনিই হাত তুলে বলেন সব দোষ তার। দলকে ঝামেলায় পড়তে দেন না।’

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি