হোম > খেলা > ক্রিকেট

‘ঘরের ছেলে’ পান্ডিয়াকে নিতে কত খরচ হতে পারে মুম্বাইয়ের

হার্দিক পান্ডিয়ার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানসের হয়েই। মাঝে দুই মৌসুম গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন তিনি। ২০২৪ আইপিএল শুরু হতে যখন বাকি আর কয়েক মাস, তখন আবারও পুরোনো ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। 

ক্রিকইনফো জানতে পেরেছে, পান্ডিয়া গুজরাট টাইটানস ছাড়তে যাচ্ছেন এবং মুম্বাই ইন্ডিয়ানসে ফিরছেন। হার্দিকের বেতন হিসেবে মুম্বাইকে ১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা) দিতে যাচ্ছে গুজরাট। সঙ্গে ট্রান্সফার ফি তো থাকছেই। তবে সেই অঙ্কটা জানা যায়নি। ট্রান্সফার ফির ৫০ শতাংশ পেতে পারেন পান্ডিয়া। যদি এমনটা হয়, তাহলে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামে কেনাবেচা হবে এটি। যদিও কোনো ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

হার্দিককে নিতে মুম্বাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের আর্থিক অবস্থা। সর্বশেষ ২০২৩ আইপিএলের মেগা নিলাম শেষে তাদের কাছে রয়েছে ৫ লাখ রুপি (৬ লাখ ৬১ হাজার টাকা)। নিলামের আগে সব ফ্র্যাঞ্চাইজিই পাবে আরও ৫ কোটি রুপি (৬ কোটি ৬১ লাখ টাকা)। তাতে মুম্বাইকে বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা হচ্ছে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার সর্বশেষ সময়। 

২০১৫ থেকে ২০২৩-৮ বছরের আইপিএল ক্যারিয়ারে ১২৩ ম্যাচ খেলেছেন পান্ডিয়া। ৩০.৩৮ গড় ও ১৪৫.৮৬ স্ট্রাইক রেটে করেছেন ২৩০৯ রান। বোলিংয়ে ৮.৮০ ইকোনমিতে নিয়েছেন ৫৩ উইকেট। মুম্বাই ইন্ডিয়ানসে ২০১৫ থেকে ২০২১—এই ছয় বছরে মুম্বাইয়ের হয়ে জিতেছেন চারটি আইপিএল শিরোপা। ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০—চার আইপিএলে মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। এরপর ২০২২ সালে নবাগত গুজরাট টাইটানসের অধিনায়ক হয়েই শিরোপা জিতেছেন পান্ডিয়া। গুজরাটে প্রথম মৌসুমেই ব্যাটিংয়ে ৪৪.২৭ গড়ে ৪৮৭ রান ও বোলিংয়ে ৭.২৮ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। রাজস্থান র‍য়্যালসের বিপক্ষে ফাইনালে হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল। সব মিলিয়ে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন পান্ডিয়া।

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা