হোম > খেলা > ক্রিকেট

চালু হলো বিসিবির ১৩ কোটি টাকার ইনডোর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন ইনডোরের সব তৈরি হয়েই ছিল। তবে উদ্বোধনের অপেক্ষা বাড়ছিল। আজ অপেক্ষা ফুরিয়েছে। উদ্বোধন হয়েছে বিশ্বমানের সুযোগ-সুবিধাসংবলিত ‘স্মার্ট ইনডোর ক্রিকেট কমপ্লেক্স’। ইনডোর কমপ্লেক্সের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিসিবির পরিচালক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন ইনডোর তৈরির কাজে সহায়তা করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। নতুন এই ইনডোর স্টেডিয়ামে রয়েছে চারটি উইকেট। এর মধ্যে দুটি টাফ ও দুটি ম্যাট উইকেট। এ ছাড়া আছে ক্রিকেটারদের লকার রুম, কনফারেন্স রুম ও চেঞ্জিং রুম।

জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ও তত্ত্বাবধানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই অত্যাধুনিক ইনডোর তৈরি হয়েছে। এটি তৈরিতে কত টাকা খরচ হয়েছে, প্রশ্নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেছেন, ‘এই প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩ কোটি টাকা খরচ হয়েছে। আমাদের উদ্দেশ ছিল, স্টেডিয়ামটা (ইনডোর স্টেডিয়াম) যেন সুন্দর হয়। খেলোয়াড়েরা যাতে সব ধরণের সুযোগ-সুবিধা পান—এটা মাথায় রেখে এই ইনডোর করা হয়েছে।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইনডোরের সঙ্গে একটি একাডেমি তৈরির দাবি আছে বলে জানালেন কাজী ওয়াছি উদ্দিন, ‘ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা দাবি আছে, এখানে একটা একাডেমি ভবন করার জন্য। এটা নিয়ে এদের (জাইকার) কী পরিকল্পনা আছে জানালে, সিডিএকে দিয়ে আমরা এই কাজটা করানোর ব্যাপার বিবেচনা করতে পারি।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ