হোম > খেলা > ক্রিকেট

ইচ্ছা করেই পিচের মাঝ দিয়ে দৌড়েছেন অশ্বিন, বলছেন কুক

রাজকোট টেস্টের প্রথম দিন সতর্কতায় পার পেয়েছিল ভারত। গতকাল রান নেওয়ার সময় পিচের সুরক্ষিত অঞ্চল দিয়ে দৌড়েছিলেন সেঞ্চুরিয়ান রবীন্দ্র জাদেজা। ভারতীয় অলরাউন্ডারকে সতর্কতার সময় বলা হয়েছিল দ্বিতীয়বার একই কাজ করলে শাস্তি পেতে হবে।

জাদেজা না করলেও আজ টেস্টের দ্বিতীয় দিন একই কাজ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ১০২তম ওভারের সময় পিচের মাঝপথ দিয়ে দৌড়ান ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ উইকেটে নেওয়ার মালিক। যার শাস্তি হিসেবে ভারতকে ৫ রান জরিমানা করেছেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার জোয়েল উইলসন।

এতে ৫ রান যোগ হয় ইংল্যান্ডের দলীয় খাতায়। নিয়ম অনুযায়ী তাই ইংল্যান্ড ৫ রান নিয়ে ইনিংস শুরু করতে নামে। ইংল্যান্ডের লাভ হলেও অশ্বিনের এই কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যালিস্টার কুক। নিজের মন্তব্যে অবশ্য ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কোনো সন্দেহ না রেখে সরাসরি বলে দিয়েছেন এটা অশ্বিনের কৌশলগত পরিকল্পনা।

বোলিংয়ে বাড়তি সুবিধার জন্যই এমনটি অশ্বিন করেছেন বলে টিএনটি স্পোর্টসকে জানিয়েছেন কুক। তিনি বলেছেন,‘এটা কি ইচ্ছাকৃত? হ্যাঁ তাই। পিচের মাঝখান দিয়ে দৌড়ানো কৌশলগত পরিকল্পনা। কারণ, অশ্বিন চেয়েছে বোলিংয়ের সময় যেন সে পিচ থেকে সহায়তা পায়। সাধারণত এমনটা তৃতীয় ইনিংসের সময় ঘটে। আপনি ১৫০ থেকে ২০০ রানে এগিয়ে আছেন, তাই মনে করলেন একটু পিচের মাঝখান দিয়ে দৌড়ানো যাক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক