হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড আয়ারল্যান্ডের

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের বোলাররা সুবিধা করতে পারেননি আয়ারল্যান্ডের বিপক্ষে। ছবি: বিসিবি

ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এবার যখন সংস্করণ বদলাল, তখন ভিন্ন রূপে দেখা গেল আইরিশদের। সিলেটে আজ প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ভেঙে দিল ৬ বছরের পুরোনো রেকর্ড।

ডাবলিনে টি-টোয়েন্টিতে ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড করেছিল ৪ উইকেটে ১৫২ রান। যা এতদিন ছিল এই সংস্করণে বাংলাদেশের বিপক্ষে আইরিশ নারী দলের সর্বোচ্চ স্কোর। ডাবলিন থেকে সুদূর সিলেটে আজ রেকর্ড ভেঙে দিল আয়ারল্যান্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশরা করল ১৬৯ রান।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। দলীয় ১৬ রানেই ভেঙে যায় আইরিশদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের চতুর্থ বলে আয়ারল্যান্ডের উইকেটরক্ষক অ্যামি হান্টারকে বোল্ড করেন জাহানারা আলম। প্রথমে ৬ রানরেট থাকলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটা ধরে রাখতেই কষ্ট হচ্ছিল আইরিশদের। পাওয়ারপ্লেতে (প্রথম ৬ ওভারে) ১ উইকেটে ৩৫ রান করে আয়ারল্যান্ড।

ধীর গতির আয়ারল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়তে খুব একটা সময় লাগেনি। সপ্তম ওভারের শেষ বলে ওরলা প্রেন্ডারগাস্টকে বোল্ড করেন জান্নাতুল ফেরদৌস। ১৫ বলে ১১ রান করে প্রেন্ডারগাস্ট ফিরলে আইরিশদের স্কোর হয়েছে ৭ ওভারে ২ উইকেটে ৪৬ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে আয়ারল্যান্ড পেয়ে যায় বড় স্কোরের ভিত। এই উইকেটে ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়তে অবদান রাখেন লুইস ও লিয়া পল। এখানেই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলে।

শেষের দিকে অবশ্য আয়ারল্যান্ড সেভাবে ঝড় তুলতে পারেনি। শেষ ১৪ বলে ২ উইকেট হারিয়ে ১৬ রান যোগ করে আইরিশরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করেছে আয়ারল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত থাকেন পল। ৪৫ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। বাংলাদেশের জাহানারা, ফারিহা, জান্নাতুল, নাহিদা আকতার নিয়েছেন ১টি করে উইকেট। বাকি ১ উইকেট হয়েছে রানআউট। প্রত্যেকে ৪ ওভার করে বোলিং করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে কম ২০ রান দিয়েছেন নাহিদা।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর