হোম > খেলা > ক্রিকেট

টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করা শান্তর লাফ, সাকিবকে ছাড়ালেন তাইজুল

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত বাজিমাত করেছেন। তাঁর অধিনায়কত্বের অভিষেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে জয় পায় বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে অধিনায়কত্বের অভিষেকে শান্ত করেছেন সেঞ্চুরি। আইসিসির        র‍্যাঙ্কিংয়ে পুরস্কার হিসেবে উন্নতি হয়েছে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের।

সাপ্তাহিক র‍্যা‍ঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন শান্ত। সিলেটে চলতি সপ্তাহের শনিবার শেষ হওয়া টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৯৮ বলে ১০৫ রান করেছেন। প্রথম ইনিংসে করেন ৩৫ বলে ৩৭ রান। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি খেলেন ২০৫ বলে ১০৪ রানের ইনিংস। দ্বিতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত জো রুট, স্টিভ স্মিথ, বাবর আজম, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড-এই পাঁচ ব্যাটার টেস্টে আগের র্যাঙ্কিং ধরে রেখেছেন। এক ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন ড্যারিল মিচেল। সিলেট টেস্টের দুই ইনিংসে ৪১ ও ৫৮ রান করেছেন মিচেল।

টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আগের মতোই ধরে রেখেছেন রবীচন্দ্রন অশ্বিন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে আছেন কাইল জেমিসন। চার ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন তাইজুল ইসলাম। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের টেস্টে এটাই ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং। বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৭০৮ রেটিং পয়েন্ট এখন তাইজুলের। এর আগে ২০১৭ সালে টেস্টে সাকিব আল হাসানের টেস্টে ছিল ৭০৫ রেটিং পয়েন্ট। আর টি-টোয়েন্টিতে রশিদ খানকে হটিয়ে শীর্ষে উঠে এসেছেন রবি বিষ্ণুই। কদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিষ্ণুই নিয়েছেন ৯ উইকেট।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু