হোম > খেলা > ক্রিকেট

টানা ৭০ বলে কোনো রান না করে ৩ উইকেট হারিয়েছে ইংল্যান্ড 

এবারের অ্যাশেজের সবচেয়ে পরিচিত দৃশ্য ইংল্যান্ডের ব্যাটারদের মুখ থুবড়ে পড়া। আরও নির্দিষ্ট করে বললে টপ অর্ডার। একের পর এক ভেন্যু বদলাচ্ছে কিন্তু হাসিব হামিদ-জ্যাক ক্রলিদের ব্যর্থতার ছবি বদলাচ্ছে না।  

সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জো রুটের দলের সংগ্রহ ৪ উইকেটে ৭৯। এর মধ্যে টানা ৭০ বল কোনো রান না করেই হারিয়েছে ৩ উইকেট।    

বিনা উইকেটে ১৩ রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দিনের শুরুতে দেখেশুনে খেলেন দুই ওপেনার হাসিব আর ক্রলি। তবে দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৯ বলে ৩ রান করা  হামিদকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন মিচেল স্টার্ক। আরেক ওপেনার ক্রলিকে বোল্ড করে ফেরান স্কট বোল্যান্ড। দলীয় ৩৬ রানে ক্রলি আউট হওয়ার পর ইংল্যান্ডের রানেরে চাকাও আটকে যায়। 

দুই নতুন ব্যাটার ডেভিড মালান ও জো রুটের ওপর ক্রমাগত চাপ বাড়াতে থাকেন বোলান্ড-কামিন্সরা। এই চাপ সামলাতে পারেননি তাঁরা। রানের খাতা খোলার আগেই বোলান্ডের বলে স্লিপে ক্যাচ দেন রুট। পরের ওভারে ডেভিড মালানকে (৩) তুলে নেন ক্যামেরুন গ্রিন। এই দুজন উইকেটে থাকার সময় টানা ১১ ওভার মেডেন দেন অস্ট্রেলিয়ান বোলাররা। এর মধ্যে ৩টি ছিল উইকেট মেডেন ওভার।

লাঞ্চ বিরতির পর ভাগ্যের জোরে বেঁচে গেছেন বেন স্টোকস। দলীয় ৫৭ রানে গ্রিনের বল অফ স্টাম্পে লাগলেও বেল না পড়ায় আউট হননি এই ইংলিশ অলরাউন্ডার। জনি বেয়ারস্টোর সঙ্গে ৩৭ রান নিয়ে উইকেটে আছেন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি