হোম > খেলা > ক্রিকেট

আবারও মুমিনুল বললেন, নিজেকে নিয়ে তিনি চিন্তিত নন

‘আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। আগে কী হয়েছে, তা নিয়ে না ভেবে সামনের ম্যাচে কী হবে, সেটির দিকে তাকাচ্ছি। পরের ম্যাচ নিয়েই ভাবছি।’ মুমিনুল হক কথাগুলো বলেছিলেন গত এপ্রিলে। দক্ষিণ আফ্রিকা সফরের পোর্ট এলিজাবেথ টেস্টের আগের সংবাদ সম্মেলনে।

ওই সফরে প্রথম টেস্টের দুই ইনিংস ০,২ রান করা মুমিনুল দ্বিতীয় টেস্টের আগে এমন কথা বলার পরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস করেছিলেন ৬, ৫। এবার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও ব্যাটিং ব্যর্থতার পর একই কথার পুনরাবৃত্তি করলেন মুমিনুল।

ড্র হওয়া টেস্টে এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যথারীতি আবারও ব্যর্থ হয়েছেন মুমিনুল। তাঁর ব্যাট থেকে এসেছে ২ রান। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে এবারও মুমিনুল জানালেন নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেছেন, ‘সত্যিই আমি অত চিন্তিত না। একটা দলে সবাই পারফর্ম করাতো কঠিন। তাই না? ১১ জনই যদি ১০০ করে তাহলে রান হবে ১১০০। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই এ রকম, হয়তো দুজন বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে। জিনিসটা তো এরকম।’ 

টেস্টে সবশেষ ১৩ ইনিংসে এক ফিফটির দেখা পেয়েছেন মুমিনুল। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে ৮৮ করেছিলেন টেস্ট অধিনায়ক। ওই ইনিংস বাদে এই ১৩ ইনিংস দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র দুবার। শেষ ৫ ইনিংসের রান যেন মোবাইল নম্বরের ডিজিট ০,২, ৬,৫, ২। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটির আগের চার ইনিংসেও তাই ৬,০, ১,৭। সময়টা খারাপ গেলেও নিজেকে নির্ভার ভাবছেন মুমিনুল। এবার ঢাকা টেস্টে এই ভাবনা থেকে যদি রানে ফিরতে পারেন!

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন