হোম > খেলা > ক্রিকেট

উইন্ডিজকে ২৬৩ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা 

বৃষ্টি বাধায় ড্র হয়েছিল ত্রিনিদাদ টেস্ট। আজ বৃষ্টি বাধায় পড়েছিল গায়ানায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনও। তবে বিলম্বে হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দিনের খেলা শুরু হতে। আর শুরুতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ধাক্কা দেন জোমেল ওয়ারিকেন। দিনের প্রথম ওভারের শেষ বলে উইয়ান মুলদারকে (৩৪) এলবিডব্লু করেন তিনি। 

পরের ওভারে কেশব মহারাজকে (০) ফেরান জেইডেন সিলস। এ নিয়ে টেস্টে হ্যাটট্রিক ডাক মারলেন মহারাজ। পরের ওভারে সিলস বোল্ড করেন কাইল ভেরেন্নকে (৫৯)। ৫০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছিলেন প্রোটিয়া উইকেটরক্ষক। ৩৪ রান নিয়ে তাঁর সঙ্গে ব্যাটিংয়ে নামেন মুলদার। বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনে ষষ্ঠ উইকেটে করেন ৮৫ রানের জুটি। 

ভেরেন্নেকে ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতোন ৫ উইকেট পেলেন সিলস। সফারকারীদের শেষ উইকেট নন্দ্রে বার্গারকেও (০) কট অ্যান্ড বোল্ড করেন ওয়েস্ট ইন্ডিজ পেসার। তার আগে নিজের দ্বিতীয় শিকার কাগিসো রাবাদাকে (৬) ফেরান ওয়ারিকেন। 

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থামে ২৪৬ রানে। ৫ উইকেটে ২৩৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল তারা। প্রোটিয়ারা লক্ষ্য দিয়েছে ২৬৩ রান। সফরকারীরা প্রথম ইনিংসে করে ১৬০ রান। উইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৪৪ রান। 

লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজ বিনা উইকেটে করেছে ১২ রান। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট (৭) ও মিকাইল লুইস (৪)। জয়ের জন্য ক্যারিবীয়দের দরকার আরও ২৫১ রান।

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে