হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের দায় তামিমের ওপর দিলেন সাকিব

চোটের কারণে তামিম ইকবালকে বিশ্বকাপ দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর না থাকা নিয়ে বাংলাদেশে আলোচনা-সমালোচনা চলছে। বিশ্বকাপে না থাকা নিয়ে তামিম নিজের বক্তব্য পরিষ্কার করেছেন।

অন্যদিকে দেশ ছাড়ার আগে টি স্পোর্টসে সাক্ষাৎকার দিয়ে নিজের বক্তব্যও পরিষ্কার করেছেন সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের প্রসঙ্গ এসেছিল। ২–১ ব্যবধানে সিরিজ হারের ব্যাখ্যায় তামিমের ওপরেই দায় চাপিয়ে দিয়েছেন সাকিব।

ঘরের মাঠে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভালো খেললেও ২০২৩ সালের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। চার সিরিজের মধ্যে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে হারটি রয়েছে। সেই হার নিয়েই সাকিব বলেছেন, ‘আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারটা আমি পুরোপুরি একজনের দায় বলব—অধিনায়ক। এক ম্যাচ পরে আমাদের হাতে আরও দুই ম্যাচ ছিল। আমরা তৃতীয় ম্যাচে ঠিকই ফিরে এসেছি, কিন্তু একটা ম্যাচ সময় লেগেছে আমাদের। সুতরাং এটা আর কারও ওপর না, পুরো সিরিজের দায় একজনের ওপর।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর তামিমের হঠাৎ অবসরে অবাক হয়েছেন সাকিব। সিরিজের মাঝপথে তাঁর এমন সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন মনে করেন বাংলাদেশের অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘বিশ্বের কোথাও অন্তত দেখিনি এক ম্যাচ পরেই এ রকম অধিনায়ক এসে আবেগে বলে ফেলে যে, ভাই আর ক্রিকেট খেলব না। এটা আমার জীবনে প্রথমবার দেখলাম। এর আগে দেখিনি কখনো। আমার ধারণা, কোনো অধিনায়কের যদি দায়িত্ববোধ থাকত, সে এটা করতে পারত না। আমার কাছে মনে হয় দলকে অনেক বাজে একটা পরিস্থিতিতে ফেলে দিয়েছে এবং আমার মনে হয় ওইটাই এখনো কাটিয়ে উঠতে সময় লাগছে। যেটা আমি অনুভব করি।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ