বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। আজ তামিমের সঙ্গে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফরচুন বরিশাল। তামিমের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ফরচুন বরিশালের।
ফরচুন বরিশাল জানিয়েছে, ফরচুন বরিশাল দলের হয়ে আগামী বিপিএল খেলবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বরিশাল ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান মিজানুর রহমানকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, তামিমের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে আজ।
বিপিএলের গত মৌসুমে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। তাদের আইকন ক্রিকেটারও ছিলেন তিনি। গত মৌসুমে ফরচুন বরিশালের আইকন ছিলেন সাকিব আল হাসান। সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। সাকিব দল ছাড়ার কদিনের মধ্যেই তামিমের সঙ্গে চুক্তির কথা জানাল ফরচুন বরিশাল। যদিও সাকিবের সঙ্গে চুক্তির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা।