হোম > খেলা > ক্রিকেট

শান্তদের সঙ্গে ডিনারে বসছেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। আগামী পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে শেষ টেস্ট। সেই ম্যাচের প্রস্তুতি নিতে আজ মিরপুরের ইনডোর মাঠে অনুশীলনও শুরু করেছেন নাজমুল হোসেন শান্তরা। 

মিরপুর টেস্টে মাঠে নামার আগে খেলোয়াড়দের উদ্দীপনা বাড়াতে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নৈশভোজের আয়োজনও। সিলেট টেস্টে কিউইদের বিপক্ষে জেতায় সোনারগাঁও হোটেলে খেলোয়াড় ও বোর্ড পরিচালকদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন নাজমুল হাসান পাপন। 

বিশ্বকাপের পর শান্ত-মিরাজদের সঙ্গে বসা হয়নি পাপনের। সব মিলিয়ে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও বলা চলে এটি। ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা। কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচন করছেন বিসিবি সভাপতি। এর মধ্যে শান্তদের সঙ্গে বসাও কঠিন হয়ে উঠতে পারে তাঁর জন্য। তাই এর আগে খেলোয়াড়দের সঙ্গে বসছেন তিনি। 

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুও আজকের পত্রিকাকে জানিয়েছেন, সিলেট টেস্ট জেতায় খেলোয়াড়দের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিসিবি সভাপতি। 

নিজেদের মাঠে টেস্ট সিরিজের পর ফিরতি সিরিজে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। কিন্তু সেই সফরে বাংলাদেশ দলের স্পিন ও পেস বোলিং কোচের দায়িত্বে কারা থাকবেন, সে ব্যাপারটিও অস্পষ্ট। 

৩১ ডিসেম্বর ফিল্ডিং কোচ শন ম্যাকডারমটের চুক্তির মেয়াদও শেষ হবে। সব মিলিয়ে নতুন কোচ নিয়োগের আলোচনাও হতে পারে বোর্ড পরিচালকদের মধ্যে। এক বোর্ড পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, কোচিং স্টাফের ব্যাপারগুলো সেখানে গেলে আলোচনা করলে বুঝতে পারব (নিউজিল্যান্ড সফরে কারা থাকবেন স্পিন ও পেস বোলিং কোচ)।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’