হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তানের নাটক নিয়ে শোয়েব আখতারের বিস্ফোরক মন্তব্য

ক্রীড়া ডেস্ক    

ভারত-পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার। ছবি: এএফপি

মাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান এখন আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হয় না বললেই চলে। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে চলছে তীব্র লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব আখতার।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কারণ, আর কেউ আপত্তি না করলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না হওয়ায় টুর্নামেন্ট নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, হাইব্রিড মডেলে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে চাচ্ছে। সে ক্ষেত্রে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে শোনা যাচ্ছে।

ভারতীয় ক্রিকেট দল আপত্তি জানালেও পাকিস্তানে ক্রিকেট কিন্তু থেমে নেই। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে হচ্ছে নিয়মিত। চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে হলে ১৯৯৬ সালের পর আইসিসির মেজর কোনো টুর্নামেন্ট হবে দেশটিতে। আইসিসির ইভেন্ট হলে আয়োজক দল যে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে, সেটা তো সবারই জানা। ২৯ বছর পর পাকিস্তানে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের ব্যাপারে শোয়েব পাকিস্তানি এক চ্যানেলকে বলেন, ‘আয়োজক সত্ত্ব ও রাজস্বের জন্য আপনি টাকা পান। এটা আমরা সবাই জানি। পাকিস্তানের অবস্থানও যুক্তিসংগত। তারা আরও কঠোর হতে পারত, তাই না? যখন আমরা নিজ দেশে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে পারব এবং তারা আসতে অস্বীকৃতি জানাবে, সে ক্ষেত্রে উচ্চ মাত্রায় রাজস্ব শেয়ার করা উচিত।’

পিসিবির প্রস্তাবে এটাও নাকি শোনা গেছে, ২০৩১ পর্যন্ত ভারতে যত আইসিসির টুর্নামেন্ট হবে সেখানে পাকিস্তান কোনো দল পাঠাবে না। শোয়েবের কাছে এটা ভালো লাগেনি। বরং রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মনে করেন, ভারতকে তাদের মাঠে হারানোর মন মানসিকতা থাকা উচিত। পাকিস্তানের তারকা পেসার বলেন,‘ভারতের মাঠে ভবিষ্যতে খেলার ব্যাপারে আমাদের সাহায্যের হাত বাড়ানো উচিত। আমার বিশ্বাস সব সময় যে ভারতে গিয়ে ভারতকে হারাব। বুঝতে পেরেছি যে হাইব্রিড মডেলের চুক্তি আগেই স্বাক্ষর করা হয়েছে।’

ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ সবশেষ আয়োজিত হয়েছে ২০১২-১৩ সালে। এক যুগ আগে হওয়া সেই টুর্নামেন্টের ভেন্যু ছিল ভারত। সেবার ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলেছিল দল দুটি। ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছিল ২-১ ব্যবধানে। ১-১ ব্যবধানে ১-১ সমতায় ড্র হয়েছিল।

সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক