হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে কেন আমার প্রথম পছন্দ

নাজমুল আবেদীন ফাহিম

সাকিব আল হাসান আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। সবচেয়ে সেরা পারফরমার। সাকিবের সুযোগ হয়েছে বিশ্বজুড়ে, বিশ্ব ঘুরে খেলার। অনেক দলের হয়ে খেলার সুযোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে। সেখানে অনেক বড় বড় অধিনায়ক ও কোচের সঙ্গে ওঠা-বসার সুযোগ হয়েছে তার। 

সাকিব যেহেতু ইতিমধ্যে দুটো সংস্করণে (টেস্ট ও টি-টোয়েন্টি) অধিনায়কত্ব করে। সে নিশ্চয়ই লক্ষ্য করেছে, স্বাভাবিকভাবে এটা আসবেই, অন্য দল কীভাবে পরিচালিত হয়। অধিনায়কেরা কীভাবে কাজ করে, কোচরা কীভাবে কাজ করে, সেখানে খেলোয়াড়েরা কিসের মধ্য দিয়ে যায়–সবকিছুর অভিজ্ঞতা সাকিবের মতো আর কারওই নেই। 

বিশ্বে এখন যেসব অভিজ্ঞতম খেলোয়াড় আছে, তাদের মধ্যে হাতেগোনা দু-একজন আছে সাকিবের মতো। এসব কিছু বিবেচনা করলে, আমার মনে হয় তামিম ইকবাল না থাকায় সাকিবই একমাত্র এখন…। যেহেতু মুশফিকও অধিনায়কত্ব করছে না, রিয়াদের (মাহমুদউল্লাহ) ব্যাপারটা একরকম অনিশ্চিত। ও-ই (সাকিব) একমাত্র সেরা পছন্দ আমাদের দলের অধিনায়কত্ব করার জন্য। 

অধিনায়কের হলো দুটি ব্যাপার। একটি হলো সাকিবের নিজের পারফরম্যান্স। আরেকটি হলো, সে দলকে কোথায় নিয়ে যেতে পারবে। সে হচ্ছে দলের মধ্যে ওই মানুষটা, যে দলটাকে সবচেয়ে ভালো পারফরম্যান্স করানোর যোগ্যতা যার আছে অধিনায়ক হিসেবে। সেই দিক থেকে আশা করছি, দল হিসেবে খেলা আদায় করতে পারবে এবং আমাদের এই বিশ্বকাপকে ঘিরে যে স্বপ্ন, সেটা সে পূরণ করতে পারবে। ভালো ক্রিকেট খেলতে পারবে। 

আর ব্যক্তিগত পারফরম্যান্স বললে, ফিফটি ওভারে এটাই সম্ভবত ওর শেষ বিশ্বকাপ। নিশ্চয়ই ওর চেষ্টা থাকবে (ভালো কিছু করতে)। ও নিজে খেলার মধ্যে আছে, এখনো খেলছে। নিশ্চয় নিজেও কিছু চাইবে, ২০১৯ বিশ্বকাপে আমরা যেটা দেখেছিলাম। একটা লক্ষ্য নিশ্চয় সে স্থির করবে–একটা নিজের জন্য এবং দলের জন্য। আমার মনে হয় ভালো লাগবে।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার