হোম > খেলা > ক্রিকেট

কোহলির আফসোসের রাতে সিরিজ ভারতের

মাইলফলকটা ছুঁয়ে ফেলার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২০০০ রান করার রেকর্ড। কিন্তু মাইলফল স্পর্শ করার ২৯ রানে আউট হওয়া তা আর হয়নি। ৩৫ রান করতে পারলেই রেকর্ডটি গড়তে পারতেন ভারতীয় ব্যাটার। 

আফগানিস্তানের ১৭৩ রান তাড়া করতে নেমে ১৬ বলে ৫ চারে ২৯ রান করে বিদায় নেন কোহলি। তাতে বাড়ল একটি অপেক্ষাও। আর ৬ রান করলেই য স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান হয়ে যেত তাঁর! আজ ইন্দোরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ব্যাটিংয়ে নামেন ১১৯৬৫ রান নিয়ে। 

কোহলি না পারলেও আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ তম ম্যাচের রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। রেকর্ড গড়ার রাতটা অবশ্য ভালো কাটেনি রোহিতের। সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো আজও ডাক মেরেছেন তিনি। সেদিন ২ বলে শূন্য রানে ফিরলেও আজ গোল্ডেন ডাক মেরেছেন ভারতীয় অধিনায়ক। 

তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি। যশস্বী জয়সোয়াল ও শিবম দুবের ফিফটিতে বড় জয় পেয়েছে তারা। ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে সিরিজও জিতে নিয়েছে ভারত। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলা জয়সোয়াল আউট হলেও ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন দুবে। টানা ফিফটি পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার। 

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে গুলবাদিন নাইবের ফিফটিতে ১৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। ৩৫ বলে ৫৭ রান করেন আফগানিস্তানের অলরাউন্ডার। শেষদিকে ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে অবদান রাখেন অফ স্পিনার মুজিব উর রহমান। ভারতের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে।

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত