হোম > খেলা > ক্রিকেট

শিবলির সেঞ্চুরিতে শিরোপার লড়াইয়ে আমিরাতকে চ্যালেঞ্জ ছুড়ল বাংলাদেশ

এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আশিকুর রহমান শিবলি রাঙাচ্ছেন নিজের মতো করে। ব্যাটিংয়ে নামলেই রান করা দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ফাইনালে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। শিবলির সেঞ্চুরিতে স্বাগতিক আরব আমিরাতকে ২৮৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।

দুবাইয়ে আজ ২০২৩ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে ফিল্ডিং নিয়েছেন আমিরাত অধিনায়ক আয়ান আফজাল খান। স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতে রানের চাকা ধীর গতির হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। পঞ্চম ওভারের শেষ বলে ওপেনার জিসান আলমের উইকেট তুলে নেন ওমিদ রেহমান। ১৫ বলে ১ চারে ৭ রান করে জিসান যখন বিদায় নেন, বাংলাদেশের স্কোর হয়ে যায়  ৫ ওভারে ১ উইকেটে ১৪ রান।

উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে নিয়ে বাংলাদেশকে সাবধানে এগিয়ে নিতে থাকেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ২৭ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে ধীরে ধীরে রানরেট বাড়তে থাকে বাংলাদেশের। ২০ ওভার শেষে তাদের স্কোর হয়েছে ১ উইকেটে ৮১ রান। তখন রানরেট হয়েছে ৪.০৫।

সাবলীলভাবে খেলতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ২৩ ওভার পর্যন্ত স্কোর ছিল ১ উইকেটে ৯৬ রান। এরপর ২৪তম ওভারে ৯ রান নিয়েছে বাংলাদেশ। যার মধ্যে রিজওয়ান একটি চার মেরেছেন আমিরাতের লেগস্পিনার আম্মার বাদামিকে। ২৫তম ওভারে শিবলি, রিজওয়ান দুজনই ফিফটির দেখা পেয়েছেন। শিবলি এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চারটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন। যার মধ্যে একটিকে পরিণত করেছেন সেঞ্চুরিতে।  

শিবলি, রিজওয়ানের সাবলীল ব্যাটিংয়ে ৩০ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১ উইকেটে ১৩৭ রান। ৩১তম ওভারের চতুর্থ বলে ধ্রুব পরাশরকে সুইপ করতে যান রিজওয়ান। টপ এজ হওয়া বল ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন বাদামি। ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৬০ রান রিজওয়ান। দ্বিতীয় উইকেটে রিজওয়ান-শিবলির জুটিতে যোগ হয়েছিল ১২৫ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত  বাংলাদেশের স্কোর ৩৬ ওভারে ২ উইকেটে ১৭২ রান।

জিসান, রিজওয়ানের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন আরিফুল ইসলাম। দারুণ ছন্দে থাকা শিবলি তুলে নিয়েছেন এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেঞ্চুরি। ৪২তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশের ওপেনার পেয়েছেন তিন অঙ্কের দেখা। একই সঙ্গে  তৃতীয় উইকেটে আরিফুলের সঙ্গে ৮৬ রানের জুটি গড়তে অবদান রাখেন শিবলি। টানা দুই ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন আরিফুল। ৪৪তম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটারকে এলবিডব্লু করেন আয়ান আহমেদ। ৪৩.২ ওভারে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩ উইকেটে ২২৫ রান।

শেষের দিকে সময় যত গড়িয়েছে, আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। আরও স্পষ্ট করে বললে শিবলির ব্যাটিং। ১২৯ বলে সেঞ্চুরি করা বাংলাদেশের এই ওপেনার মেরেছেন একের পর এক বাউন্ডারি। ৪৪তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে শিবলি ঝড় তোলেন পরের ওভারে। ৪৫তম ওভার বোলিং করতে আসা আয়মানের ওভার থেকে বাংলাদেশ নিয়েছে ১৬ রান। যার মধ্যে একটি করে চার ও ছক্কায় একাই ১৩ রান নিয়েছেন শিবলি।  ১৪৯ বলে ১২ চার ও ১ ছক্কায় ১২৯ রান করে বাংলাদেশ ওপেনার আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করেছে বাংলাদেশ। আমিরাতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আয়মান আহমেদ।

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল