হোম > খেলা > ক্রিকেট

কোহলিদের মনে ভয় ঢুকিয়েছেন শাহিন, বললেন আকিব 

পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের ক্ষত শুকানোর আগেই নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে ভারত। ভারতের ভরাডুবির পেছনে বড় কারণ প্রথম ম্যাচে শাহিন আফ্রিদির বিধ্বংসী স্পেলটি, মনে করেন আকিব জাবেদ। পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার মনে করেন শাহিনের স্পেলে যেভাবে ভারতের টপ অর্ডার ধসে পড়েছিল সেই ভয় এখনো কাটিয়ে উঠতে পারেনি বিরাট কোহলিরা। 

এই ভয় থেকেই দ্বিতীয় ম্যাচে ভারত ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনেছে বলে ধারণা আকিবের। নিউজিল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার জায়গায় ইশান কিষানকে লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে পাঠায় ভারত। আকিবের মতে এর কারণ শাহিন তাদের মনে একটি ভয় ঢুকিয়েছে, একসঙ্গে দুই ডানহাতি ব্যাটসম্যান ইনিংস শুরু করলে বাঁহাতি বোলারের সামনে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন না। আকিবের মতে শাহিনের ওই স্পেল পরের ম্যাচে ভারতকে পরিকল্পনায় পরিবর্তন আনতে বাধ্য করে। 

আকিবের বিবেচনায় রোহিতকে তিন নম্বরে নামিয়ে বড় ভুল করেছে ভারত। কারণ শুরুতে ট্রেন্ট বোল্ট দুই ওভারের বেশি বোলিং করত না। এ প্রসঙ্গে আকিব বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রোহিতকে শুরুতে বসিয়ে না রেখে তাঁকে দিয়ে ইনিংস উদ্বোধন করানো উচিত ছিল। কারণ বোল্ট প্রথমে দুই ওভার করত।’ 

আকিব মনে করেন ব্যাটিং লাইনআপের পরিবর্তন প্রমাণ করে দলের সিনিয়রদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। যা পুরো দলের ওপর প্রভাব পড়ছে, ‘সবকিছু আত্মবিশ্বাসের ব্যাপার। দলের সেরা ক্রিকেটারের যখন আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায় সেটি দলের অন্যদেরও বার্তা দেয়। তারা যেকোনো শট খেলতেই এখন ভয় পাচ্ছে।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ