হোম > খেলা > ক্রিকেট

রানের পাহাড় গড়েও ভারতের ১ রানের আক্ষেপ

বিশ্বকাপের আগে আগে নিজেদের মাটিতে দর্শনীয় এক ব্যাটিং মহড়া চালাল ভারত। ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছে রেকর্ড গড়া সংগ্রহ। দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৫ উইকেটে ৩৯৯ রান করেছে ভারত। 

ওয়ানডেতে অজিদের বিপক্ষে এটিই তাদের সর্বোচ্চ স্কোর। আগেরটি ছিল ৬ উইকেটে ৩৮৩। বেঙ্গালুরুতে ২০১৩ সালে রান বন্যার সেই ম্যাচে জিতেছিল টিম ইন্ডিয়া। ৪০০ রান করতে পারলে নতুন এক মাইলফলকও ছুঁতো ভারত। ওয়ানডেতে চার শ বা তার ঊর্ধ্ব সর্বোচ্চ ৭ ইনিংস দক্ষিণ আফ্রিকার। ১ রানের জন্য প্রোটিয়াদের রেকর্ড ভাগ বসানো হলো না তাদের। 

বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল তারা। জস হ্যাজলউড ফেরান ওপেনার রুতুরাজ গাইকোয়ার্ডকে (৮)। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে বেশিক্ষণ লাগেনি। 

দ্বিতীয় উইকেটে ১৬৪ বলে ২০০ রানের জুটিতে অজি বোলারদের দিশেহারা করে দেন ওপেনার শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার। এই জুটি ভাঙেন শন অ্যাবট। ৯০ বলে ১১ চার ও ৩ ছয়ে ১০৫ রানের ইনিংস খেলেন আইয়ার। তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পেতে তাঁর অপেক্ষা করতে হলো এক বছর। 

এ বছরই সর্বোচ্চ পাঁচ ওয়ানডে সেঞ্চুরি পাওয়া গিল ৯৭ বলে ৬ চার ও ৪ ছয়ে সাজান ১০৪ রানের ইনিংসটি। অধিনায়ক-উইকেটরক্ষক ক্যামরুন গ্রিনের বলে বোল্ড হওয়ার আগে করেন ৫২ রান। শেষ দিকে সূর্যকুমার যাদব দ্যুতি ছড়ালেও দলকে ৪০০ পেরোনো ইনিংস এনে দিতে পারেননি। তাঁর ৩৭ বলে ৬ চার ও ৬ ছয়ে অপরাজিত ৭৩ রানের ক্যামিওতে রানের পাহাড় দাঁড়ায় ভারতের। ১৩ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। অজিদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন গ্রিন।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’