সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে যেতে বাংলাদেশ-ভারত দুই দলের কাছেই আজ এই ম্যাচ গুরুত্বপূর্ণ। অ্যাডিলেডে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
দুটো দলই একটি করে পরিবর্তন এনেছে। বাংলাদেশের একাদশে এসেছেন শরীফুল ইসলাম, বাদ পড়েছেন সৌম্য সরকার। আর ভারতের একাদশ থেকে বাদ পড়েছেন দীপক হুদা, এসেছেন অক্ষর প্যাটেল।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটরক্ষক), লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং