মাঠে আগ্রাসী মনোভাবের জন্য বিরাট কোহলির শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। তবে সেটা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায় কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। লর্ডস টেস্টের পর আবার আলোচনায় কোহলির আগ্রাসী মনোভাব। লর্ডস টেস্টে ভারত অধিনায়কের আগ্রাসী মনোভাব নিয়ে মুখ খুলেছেন নিক কম্পটন। সাবেক এই ইংলিশ ক্রিকেটারের মতে, মাঠে কোহলির মুখের ভাষা সবচেয়ে খারাপ।
২০১২ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল কম্পটনের। তবে ক্যারিয়ার খুব বেশি লম্বা হয়নি। ২০১৬ সালে শেষ টেস্ট খেলেছিলেন। চার বছরের ক্যারিয়ারে মোট ১৬টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। নিজের অতীত অভিজ্ঞতা থেকে লর্ডস টেস্টে কোহলির আচরণে হতাশা ঝরেছে কম্পটনের কণ্ঠে।
এরপর বাটলারের ক্যাচ মিস করে বসেন কোহলি। এবার কোহলি তর্কে জড়িয়ে পড়েন অ্যান্ডারসনের সঙ্গে। কোহলির এমন মনোভাবে নিজের পূর্ব অভিজ্ঞতা কম্পটন লেখেন, ‘কোহলির মুখের ভাষা সব থেকে খারাপ মনে হয়। ২০১২ সালে আমার প্রতি যে তীক্ষ্ণ বাক্য ছোড়া হয়েছে, তা ভুলব না। এ ঘটনা এটাই প্রমাণ করে—রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কতটা মাটির মানুষ।’