হোম > খেলা > ক্রিকেট

অ্যামব্রোসের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, বললেন গেইল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৪ দিন। মাঠে ব্যাট-বলের লড়াই জমে ওঠার আগে শুরু হয়েছে কথার লড়াই। 

কদিন আগে কার্টলি অ্যামব্রোস বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ক্রিস গেইল অপরিহার্য সদস্য হতে পারেন না। এবার সেই কথার জের ধরে কড়া জবাব দিলেন গেইল। সাফ জানিয়ে দিলেন, অ্যামব্রোসের প্রতি তাঁর আর কোনো সম্মান নেই। 

সেন্ট কিটসের একটি রেডিও প্রোগ্রামে অ্যামব্রোসকে উদ্দেশ্য করে গেইল বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলে যখন এসেছিলাম, তখন অ্যামব্রোসকে অনেক সম্মান করতাম। জাতীয় দলে যোগ দেওয়ার পরে এই মানুষটার দিকে শ্রদ্ধার সঙ্গে তাকিয়েছি। তবে এখন মন থেকে বলছি, তাঁর ওপর আমার আর কোনো সম্মান নেই। জানি না অবসরের পর থেকেই তিনি কেন আমার বিরোধিতা করছেন।’ 

বিশ্বকাপের আগে নেতিবাচক কথা না বলে দলকে সমর্থন দেওয়া উচিত মনে করেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা গেইল, ‘তাঁর সঙ্গে দেখা হলে বলব, নেতিবাচক কথা বলা বন্ধ করে দলকে সমর্থন দিন। এই দলটা বাছাই করা হয়েছে। সাবেকদের উচিত আমাদের সমর্থন করা। সেটাই আমাদের প্রয়োজন। অন্য দেশে তাঁদের সাবেক খেলোয়াড়েরা নিজ দলকে সমর্থন দেন। আমরা কেন বড় টুর্নামেন্টে নিজ দলকে সমর্থন দিতে পারি না?’ 

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু