হোম > খেলা > ক্রিকেট

আইপিএল দিয়ে কোচিংয়ে হাতেখড়ি হচ্ছে লারার

প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রাখা দূরে থাক, বেশির ভাগ ম্যাচে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতবারের অভিযানটা পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ হয়েছে তাদের। সাফল্যে ফিরতে এবার কোচিং স্টাফদের চেহারাটাই পাল্টে ফেলল বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সাবেক দলটি। 

হায়দরাবাদের নতুন কোচিং স্টাফ এখন ‘কিংবদন্তির হাট’। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি মুত্তিয়া মুরালিধরন তাদের স্পিন বোলিং কোচ হিসেবে আছেন আগে থেকেই। কদিন আগে পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ডেল স্টেইন। এবার ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করতে যাচ্ছেন ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারা। ৫২ বছর বয়সী লারা কাজ করবেন কৌশলগত পরামর্শক ও ব্যাটিং কোচ হিসেবে। 

১৪ বছর আগে খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেও এত দিন কোচিংয়ের সঙ্গে জড়াননি লারা। শুধু ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে দেখা গেছে তাঁকে। হায়দরাবাদ দিয়ে এবার কোচিংয়ে হাতেখড়ি হচ্ছে তাঁর। 

লারাকে কোচিং প্যানেলে যুক্ত করার ব্যাপারে হায়দরাবাদ কর্তৃপক্ষ জানিয়েছে, দলের কোচিং বিভাগকে যাতে সেরা বিকল্প দেওয়া যায়, সেই কারণেই লারাকে বেছে নেওয়া হয়েছে। সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের অভিজ্ঞতা কাজে লাগাবে দল। শুধু তাই নয়, তরুণ প্রজন্মও লারাকে দেখে অনুপ্রাণিত হবে। 

লারার মতো স্টেইনেরও কোচিং অধ্যায় শুরু হতে যাচ্ছে হায়দরাবাদকে দিয়েই। গত আগস্টে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া এই প্রোটিয়া ফাস্ট বোলার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন একাধিক মৌসুম। 

ট্রেভর বেলিসের সঙ্গে হায়দরাবাদের চুক্তি বাতিলের পর প্রধান কোচের পদে ফিরেছেন টম মুডি। গত মৌসুমে দলের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করেছিলেন এই অস্ট্রেলিয়ান। এর আগে টানা সাত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ ছিলেন মুডি। তাঁর প্রশিক্ষণে ২০১৬ সালে জিতেছিল শিরোপা দলটি। প্লে-অফ পর্বে উঠেছিল পাঁচবার। 

কোচিং প্যানেলে উল্লেখযোগ্য পরিবর্তন আছে আরেকটি। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার সাইমন ক্যাটিচকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ ছিলেন ক্যাটিচ। সাবেক ভারতীয় ব্যাটসম্যান হেমাং বাদানিকে করা হয়েছে ফিল্ডিং কোচ। পাশাপাশি স্কাউটিংয়ের কাজও করবেন তিনি। 

২০২২ আইপিএলের আগে নিলাম হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি। গত আসর থেকে অধিনায়ক কেন উইলিয়ামসন, ফাস্ট বোলার উমরান মালিক ও অলরাউন্ডার আবদুল সামাদকে ধরে রেখেছে হায়দরাবাদ।

বিপিএল তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি