হোম > খেলা > ক্রিকেট

স্কটিশদের নিয়ে হারিসের জন্মদিন পালন করল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ, ওমান, পাপুয়া নিউ গিনিকে হারিয়ে শীর্ষ দল হিসেবে বি গ্রুপ থেকে সুপার টুয়েলভে এসেছিল স্কটল্যান্ড। সুপার টুয়েলভে কোনো ম্যাচে জয় না পেলেও ভরডরহীন ক্রিকেট খেলেছে স্কটল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দিনটি স্মরণীয় হয়ে থাকল কাইল কোয়েটজারের দলের কাছে। 

গতকাল রোববার ছিল পাকিস্তানি পেসার হারিস রউফের ২৮ তম জন্মদিন। শারজায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে কেক কেটে হারিসের জন্মদিন পালন করা হয়। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে যোগ দিয়েছিলেন স্কটিশ ক্রিকেটাররাও। কেক কেটে হারিস প্রথমেই তুলে দেন এক স্কটিশ ক্রিকেটারের মুখে। এরপর ড্রেসিংরুমে দুই দলের ক্রিকেটাররা মিশে যায় একে অপরের সঙ্গে। 

ইমাদ ওয়াসিম, সাদাব খানরা স্কটিশ ক্রিকেটারদের নিজের হাতে কেক দেন। ড্রেসিংরুমে এই দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ নিজেদের মতো করে কেক খেতে খেতে দারুণ কিছু সময় কাটান। এ সময় সাদাব খান ও স্কটিশ দুই ক্রিকেটার একসঙ্গে গল্প করতেও দেখা যায়। ভিডিওতে দেখে মনে হচ্ছিল তারা বোলিং নিয়েই কথা বলছিলেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেট স্কটল্যান্ডসহ আইসিসিও হারিসের জন্মদিন উদযাপনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এর আগে গত ২ নভেম্বর আবুধাবিতে ম্যাচ শেষে নামিবিয়ার ড্রেসিংরুমে তাদের অভিনন্দন জানাতে ছুটে গিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। 

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি