হোম > খেলা > ক্রিকেট

কামিন্সের স্বপ্নের শুরুতে ইংলিশদের দুঃস্বপ্নের ব্যাটিং

টস জিতে জো রুটের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া কি তবে কাল হয়ে দাঁড়াল! ব্রিজবেনে অস্ট্রেলিয়ান পেসারদের সামনে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। প্যাট কামিন্স-জস হ্যাজেলউডের পেস আগুনে পুড়ে ছারখার ইংলিশরা। রুটের দল প্রথম ইনিংসে অলআউট ১৪৭ রানে। 

ইনিংসের প্রথম বলেই বাঁহাতি ওপেনার ররি বার্নসকে দিয়ে শুরু। রানের খাতা খোলার আগেই বার্সনকে বোল্ড করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই উইকেট হারিয়ে শুরু হয় ইংল্যান্ডের অ্যাশেজ। শুরুর এই ধাক্কা সামলে না নিতেই এবার হ্যাজেলউডের আঘাত। ইনিংসের চতুর্থ ওভারে কপিবুক স্টাইলে মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানান হ্যাজেলউড। 

নিজের পরের ওভারে ইংল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কা দেন হ্যাজেলউড। দারুণ সেটআপে স্লিপে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচে পরিণত করেন রুটকে। ১১ রানেই তিন উইকেট হারিয়ে  ইংল্যান্ড যখন ধুঁকছে, তখন আগের অ্যাশেজের নায়ক বেন স্টোকসকে ফেরান প্যাট কামিন্স। অধিনায়ক কামিন্সের এটি প্রথম উইকেট। 

পঞ্চম উইকেট জুটিতে হাসিব হামিদ ও অলি পোপ কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। দ্বিতীয় সেশনের শুরুতে হাসিবকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন কামিন্স। জস বাটলারকে নিয়ে পোপ এগিয়ে নিতে থাকেন ইংল্যান্ডকে। এই জুটি ফিফটি পেরিয়ে আশার আলো দেখাচ্ছিল। সেটি হতে দেননি স্টার্ক। বাটলারকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করান। 

বাটলার ফেরার পর আর দাঁড়াতেই পারেনি কোনো ইংলিশ ব্যাটার। পরের ২৪ রানে নেই ৪ উইকেট। ১৪৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। কামিন্স নেন ৫ উইকেট। অধিনায়ক হিসেবে শুরুটা রাঙিয়ে দেন এই অস্ট্রেলিয়ান পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামতে দেরি হচ্ছে।   

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি