হোম > খেলা > ক্রিকেট

সুপার ফোরে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে বিপাকেই পড়ে গিয়েছিল বাংলাদেশ দল। এশিয়া কাপের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে–আফগানদের বিপক্ষে জিততেই হতো তাদের। যেমন তেমন নয়, বড় জয় দরকার ছিল বাংলাদেশের। 

সুপার ফোরে উঠতে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে বড় জয়ই তুলে নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরির সৌজন্যে ৩৩৪ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জয়ের ব্যবধানটা ৬০ রানের হলেই পয়েন্ট টেবিলে মোটামুটি সুবিধাজনক অবস্থানে থাকত তারা। 

কিন্তু দুই পেসার- তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের জয়ের ব্যবধানটা হয় ৮৯ রানের। তাতে বাংলাদেশের সুপার ফোরে ওঠা নিশ্চিতই হয়ে গেল। বাংলাদেশ যে সমীকরণে সুপার ফোরে উঠল, তাও স্পষ্ট করা যাক।

লাহোরে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। আফগানিস্তান সুপার ফোরে যেতে হলে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। কারণ, নেট রান রেটে অনেক পিছিয়ে আছেন রশিদ খানরা। এক ম্যাচ হারে পয়েন্টহীন আফগানিস্তানের-১.৭৮০ নেট রান রেট। বড় জয় ছাড়া উপায় নেই তাদের। 

এখন এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট এবং +৯৫০ নেট রানে রেটে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা। আফগানরা বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের প্লাস রান রেট বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তখন শ্রীলঙ্কা চলে যাবে তিন নম্বরে, সুপার ফোরে যাবে শীর্ষ দুই দল। বাংলাদেশ এখন ২ ম্যাচে এক হার ও এক জয়ে–২ পয়েন্ট এবং +৩৭৩ নেট রানে রেট পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। সব মিলিয়ে বাংলাদেশের তিনে নামার শঙ্কা নেই।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’