হোম > খেলা > ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যান্টিগায় প্রথম টেস্টে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টর একাদশ থেকে পরিবর্তন এসেছে তিনটি। দলে ঢুকেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান আর পেসার মোস্তাফিজুর রহমান। তিন পেসার, এক স্পিনার আর এক অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। 

২০১৮ সালে এই মাঠে টেস্টে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে এবার উইকেট গতবারের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটারদের কাছ থেকে তাই নিজের চাওয়ার কথাও অকপটে বলেছেন বাংলাদেশ অধিনায়ক। অ্যান্টিগার দুরন্ত বাতাস অবশ্য ভিন্ন কথা বলছে। ডিউক বলে চিরায়ত সুইং তো আছেই, সঙ্গে বাতাস কাজে লাগিয়ে ব্যাটারদের চোখে সর্ষে ফুল দেখাতে পারেন পেসাররা। 

প্রথম টেস্ট পর্ব সংবাদ সম্মেলনে নিজ দলের পেসারদের সে কথাও মনে করিয়ে দেন সাকিব। তৃতীয় মেয়াদে সাকিবের নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে ইতিবাচক কিছু উপহার দিতে চান সাকিব। সাকিবের ডেপুটি হিসেবে এই সিরিজ দিয়ে লিডারশিপ গ্রুপে যুক্ত হয়েছেন লিটন দাস। 

বাংলাদেশ একাদশ: 

তামিম, জয়, শান্ত, মুমিনুল, সাকিব (অধিনায়ক), লিটন (সহ-অধিনায়ক), সোহান (কিপার), মিরাজ, ইবাদত, খালেদ ও মোস্তাফিজ

ওয়েস্ট ইন্ডিজ একাদশ 

ব্রাথওয়েট (অধিনায়ক), ক্যাম্পবেল, বোনার, ব্ল্যাকউড, মেয়ার্স, দা সিলভা (কিপার), রেইফার, জোসেফ, রোচ, মোতি ও সিল্স

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত