হোম > খেলা > ক্রিকেট

দ্বিতীয় টেস্টে খেলোয়াড় বাড়াল পাকিস্তান

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে পাকিস্তান। হারের পর তীব্র সমালোচনা সহ্য করতে হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের। আগামী পরশু থেকে একই ভেন্যুতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

সিরিজ হার এড়াতে শেষ টেস্টে জয় ছাড়া কোনো উপায় নেই পাকিস্তানের। সেটি বিবেচনায় নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরিয়েছে প্রথম টেস্ট থেকে বাদ পড়া ৩ ক্রিকেটারকে। প্রথম টেস্টে তাদের দল ছিল ১৪ জনের, দ্বিতীয় টেস্টে তিন ক্রিকেটার বেড়ে হলো ১৭ জন।

প্রথম টেস্টে কোনো স্পিনার না খেলানো ভুগিয়েছে পাকিস্তানকে। সেই ভুল শুধরে এবার দলে ডাকা হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদ ও স্পিন অলরাউন্ডার কামরান গুলামকে। প্রথম টেস্টের দলে শুরুতে ছিলেন তাঁরা। পেস বোলিং সহায়ক উইকেটকে প্রাধান্য নিয়ে পরে তাঁদের ‘এ’ দলে পাঠিয়ে দিয়েছিল স্বাগতিকেরা।

সদ্য বাবা হওয়া শাহিন শাহ আফ্রিদির শুধু প্রথম টেস্ট খেলার কথা ছিল। তবে তাঁকেও দ্বিতীয় টেস্টের জন্যও রেখে দিয়েছেন নির্বাচকেরা। ফিটনেস ইস্যুতে প্রথম টেস্ট থেকে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার আমির জামালকেও দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে। 

দ্বিতীয় টেস্ট ১৬ সদস্যের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক) ও শাহিন শাহ আফ্রিদি।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি