হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের কারণে ‘ঝামেলায়’ পাকিস্তানি ক্রিকেটার

সুযোগ থাকলে সাইম আইয়ুব দ্বিতীয়বার খেলতে পারতেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল)। তবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ থাকায় সেটা সম্ভব হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে অনুমতি পাননি তরুণ এই ক্রিকেটার। 

ক্রিকেট পাকিস্তানসহ পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যম গত রাতে জানিয়েছে, এবারের সিপিএল খেলতে পাকিস্তানের চার ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। সেই চার ক্রিকেটারের মধ্যে নেই আইয়ুব। কারণ, ২০২৪ সিপিএল আর বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট, দুটোই শুরু হচ্ছে ৩০ আগস্ট। সিপিএলে এনওসি পাওয়া চার ক্রিকেটার হলেন আজম খান, ফখর জামান, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন আজম। ফখর, আমির ও ইমাদ—তিন ক্রিকেটারেরই দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।  

সিপিএলে ২০২৩ সালে প্রথমবার খেলার সুযোগ পেয়েছেন আইয়ুব। ক্যারিয়ারের প্রথম সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ১৩ ম্যাচে করেছেন ৪৭৮ রান। গড় ও স্ট্রাইকরেট ৪৩.৭৫ ও ১৪২.২৬। করেছেন ৪ ফিফটি। সর্বোচ্চ স্কোর ৮৫। গত বছরের সিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানি এই ক্রিকেটার। 

খেলোয়াড়দের অনাপত্তিপত্র নিয়ে পিসিবির ‘নাটক’ অবশ্য নতুন কিছু নয়। গত মাসে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে দেওয়া হয়নি। পিসিবি তখন ব্যস্ত সূচি সামনে রেখে তাঁদের বিশ্রামের কথা বলেছিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুরু পাকিস্তানে শুরু হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। 

রাওয়ালপিন্ডিতে চলতি সপ্তাহের রোববার পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে ৫৭ রান করেন আইয়ুব। যেখানে প্রথম ইনিংসে ৫৬ রান করে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন আইয়ুব।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ