হোম > খেলা > ক্রিকেট

খাবার বিলিয়েও কোহলির রানখরা কাটাতে পারলেন না ভক্তরা

দীর্ঘ দিন ধরেই বিরাট কোহলি ছন্দে নেই। এক সময়কার ‘রান মেশিনের’ সময় এতটাই বাজে যাচ্ছে যে, তিন সংস্করণ মিলিয়ে সর্বশেষ ফিফটি করেছেন পাঁচ মাস আগে।

কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ তাঁকে দল থেকে বাদ দিতে বলেছেন। আবার অনেকে তাঁর পাশে দাঁড়াচ্ছেন। সেই তালিকায় আছে ভক্তরাও। 

লর্ডসে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে ভক্তরা কোহলির সেঞ্চুরির জন্য প্রার্থনা করেছেন ক্ষুধার্তদের মাঝে খাবার বিলিয়ে। তবে ভক্তদের প্রার্থনাতেও কোহলির সুদিন ফেরেনি। আউট হয়েছেন ১৬ রান করে। 

তিন বছর হতে চলল কোহলি সেঞ্চুরি করতে পান না কোনো সংস্করণে। তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ছন্দ ফিরে পেতে। তাঁর সেঞ্চুরিখরা নিয়ে ভক্তরাও পড়েছেন দুশ্চিন্তায়। এত দিন সাবেক অধিনায়কের জন্য শুভাকাঙ্ক্ষীরা নিজেদের মতো করে প্রার্থনা করে আসছিলেন। এবার তাঁর কিছু পাঁড় সমর্থক ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন।

লর্ডসে কাল ম্যাচ শুরুর আগে ভক্তরা কোহলির সেঞ্চুরির আশায় ক্ষুধার্তদের মাঝে খাবার বিলি করেছেন। খাবারের প্যাকেটের গাঁয়ে লেখা ছিল—বিরাটের ৭১ তম সেঞ্চুরির অপেক্ষা করা হচ্ছে। ভক্তরা থাগাম ফাউন্ডেশনের নামে মহৎ উদ্যোগটি আয়োজন করেছেন।

ভক্তরা নিজেদের কাজ সঠিকভাবে করলেও কোহলি পারেননি তাঁর কাজটি করতে। দলও হেরেছে ১০০ রানের বড় ব্যবধানে। 

কোহলি দ্রুত ছন্দে না ফিরলে দলে জায়গা হারাতে পারেন। সুযোগ পাওয়া তরুণ ক্রিকেটাররা ভালো খেলে নির্বাচকদের ওপর চাপ বাড়াচ্ছেন। এ রকম চলতে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো দেখা যাবে না তাঁকে।

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত