হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ায় শেষ ম্যাচও জিততে পারল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

জয়ে টুর্নামেন্ট শেষ করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। ছবি: এনটি ক্রিকেট

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। সান্ত্বনার জয় নিয়ে নুরুল হাসান সোহানরা টুর্নামেন্ট শেষ করতে পারেন কি না, সেটাই ছিল দেখার অপেক্ষা। কিন্তু বাংলাদেশ ‘এ’ দল শেষটাও জয় দিয়ে শেষ করতে পারল না।

ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি জয় এক পর্যায়ে নিশ্চিত হয়ে গিয়েছিল। ম্যাকেঞ্জি হারভে চেয়েছিলেন সেঞ্চুরি করে জয় নিশ্চিত করতে। ১৯তম ওভারের প্রথম বলে মৃত্যুঞ্জয় চৌধুরীকে চার মেরে হার্ভে ‘এক ঢিলে দুই পাখি’ মেরেছেন। ১১ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।

বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। জেক উইন্টার ও হার্ভে গড়েন ১২৩ রানের জুটি। ১৩তম ওভারের চতুর্থ বলে উইন্টারকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৩৫ বলে ৫ চারে উইন্টার করেন ৩৫ রান। সাইফ হাসান ঠিক তার পরের ওভারে জোড়া আঘাত দেন। ১৫তম ওভারের প্রথম ও পঞ্চম বলে হ্যারি নিয়েলসেন (১) ও টম ও’কনেল (৬) ফিরলে ১৪.৫ ওভারে ৩ উইকেটে ১৪২ রানে পরিণত হয় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।

দ্রুত ৩ উইকেট হারালেও অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির জিততে কোনো সমস্যা হয়নি। ১৮.১ ওভারে ৩ উইকেটে ১৭৯ রান করে ফেলে দলটি। ৫৩ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ওপেনার হার্ভে। বাংলাদেশ ‘এ’ দলের সাইফ নিয়েছেন ২ উইকেট। এক উইকেট পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। মৃত্যুঞ্জয় যে উইকেট নিয়েছেন, সেই বলে ক্যাচ ধরেন সাইফ।

ডারউইনে টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে শেষ ৩ ওভারেই সোহানের দল যোগ করেছে ৪৪ রান। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির হ্যানন জ্যাকবস নিয়েছেন ৩ উইকেট। ১ উইকেট পেয়েছেন জার্সিস ওয়াদিয়া।

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের