হোম > খেলা > ক্রিকেট

টেস্টের তলানিতে থেকেও কোটি টাকার বেশি পাবে বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো এই চক্রেও তলানিতে থেকে শেষ করেছে বাংলাদেশ। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ পাবে ১ কোটি টাকারও বেশি।

আজ ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য ৩৮ লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় তা ৪০ কোটি ৭৩ লাখ টাকা। এই চক্র থেকে বাংলাদেশ পাবে ১ কোটি ৭ লাখ টাকা। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছে। ১২ ম্যাচ খেলে জিতেছে ১ ম্যাচ, হেরেছে ১০ ম্যাচ ও ড্র করেছে ১ ম্যাচে। একমাত্র জয় এসেছে ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে। গতবারের মতো এই চক্রেও ৯ দল অংশ নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপে। 

বাংলাদেশের মতো নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ—এই তিন দলও পাচ্ছে ১ কোটি ৭ লাখ টাকা করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬, ৭ ও ৮ নম্বরে থেকে শেষ করেছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। কিউইরা ছিল ২০১৯-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রে শ্রীলঙ্কা পাবে ২ কোটি ১৪ লাখ টাকা। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থেকে এই চক্র শেষ করেছে লঙ্কানরা। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড পাবে যথাক্রমে ৪ কোটি ৮২ লাখ ও ৩ কোটি ৭৫ লাখ টাকা। পয়েন্ট তালিকার ৩ ও ৪ নম্বরে থেকে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা পাবে ১৭ কোটি ১৫ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ৮ কোটি ৫৮ লাখ টাকা। ৭ জুন লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ চক্রের পুরস্কার বণ্টন (বাংলাদেশি টাকা): 
চ্যাম্পিয়ন: ১৭ কোটি ১৫ লাখ
রানার্সআপ: ৮ কোটি ৫৮ লাখ
দক্ষিণ আফ্রিকা: ৪ কোটি ৮৩ লাখ
ইংল্যান্ড: ৩ কোটি ৭৫ লাখ
শ্রীলঙ্কা: ২ কোটি ১৪ লাখ
নিউজিল্যান্ড: ১ কোটি ৭ লাখ 
পাকিস্তান: ১ কোটি ৭ লাখ 
ওয়েস্ট ইন্ডিজ: ১ কোটি ৭ লাখ 
বাংলাদেশ: ১ কোটি ৭ লাখ

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি