হোম > খেলা > ক্রিকেট

জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করল শ্রীলঙ্কা

টেস্টটা জিততে হলে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪৮ রানের লক্ষ্য পাড়ি দিতে হতো। লক্ষ্যটা দেওয়ার পর শ্রীলঙ্কার জেতা নিয়ে যদি কোনো অনিশ্চয়তা থাকে সেটাও নিভে যায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮ রানের মধ্যে উইন্ডিজ ৬ উইকেট হারিয়ে ফেলায়। ১৮৭ রানের জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের শুরুটা তাই দারুণ হলো শ্রীলঙ্কার। 

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯১ তুলে ইনিংস ঘোষণা করে দেন দিমুথ করুণারত্নে। দ্বিতীয় ইনিংসেও দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান আসে এই শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাট থেকে। দারুণ এক ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথুসও। সাবেক এই শ্রীলঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৯ রান। ৩৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ৬ উইকেট হারিয়ে সেখানেই এক প্রকার ম্যাচ হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

শ্রীলঙ্কার জয়ে বিঘ্ন ঘটিয়েছেন জশুয়া ডি সিলভা আর এনক্রুমা বনার। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দলের হার ঠেকাতে না পারলেও দুজনই পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন। ৫৪ রান করে উইকেট কিপার ব্যাটার জশুয়া লাসিদ এমদোলনিয়ার বলে আউট হয়ে গেলেও ৬৮ রানে অপরাজিত থাকেন বনার। ১৮৭ রানের বড় জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দুই ইনিংসেই দারুণ দুটি ইনিংস খেলায় ম্যাচসেরা হন শ্রীলঙ্কান অধিনায়ক করুণারত্নে। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৮৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন করুণারত্নে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫ উইকেট নেন অফ স্পিনার রোস্টন চেজ। শ্রীলঙ্কান বোলারদের বোলিং তোপে ১৫৬ রানে পিছিয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা। তিন উইকেট নেন রমেশ মেন্ডিস।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক