হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চ ছুঁয়েছে ‘দ্য রক’কেও

রাজনৈতিক বৈরিতার কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় ম্যাচ হয় না অনেক দিন ধরেই। দল দুটির দেখা মেলে শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টগুলোতেই। ফলে দীর্ঘদিন পর পর তাদের ম্যাচ হওয়ায় ম্যাচের উত্তেজনাও থাকে অন্য মাত্রায়। সেই মাত্রা ছুঁয়ে যায় পুরো ক্রিকেট বিশ্বকে। 

এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে দুই দল নিজেদের মধ্যেকার ম্যাচ দিয়ে। ২৩ অক্টোবরের সেই ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে, ম্যাচটির রোমাঞ্চ যেন ততই ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে। যেমনটা ছুঁয়ে গেছে ডব্লিউডব্লিউর মহাতারকা ‘দ্য রক’কে। যাঁর আসল নাম ডোয়াইন জনসন। রেসলিংয়ের রিং ছেড়ে এখন তিনি হলিউডের জনপ্রিয় অভিনেতা। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিশ্বকাপের ম্যাচটিকে নিয়ে স্টার স্পোর্টস সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে জনসন বলেছেন, ‘যখন সর্বশ্রেষ্ঠ দুই প্রতিদ্বন্দ্বী লড়াইয়ে নামে, তখন পুরো বিশ্ব থমকে দাঁড়ায়। এটি একটি ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি কিছু। সময় এসেছে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার।’ 

ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। তবে দুই দলের রোমাঞ্চকর ম্যাচের আগে ‘দ্য রক’-এর ব্লকবাস্টার মুভি ‘ব্ল্যাক এডাম’ মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর। ইতিমধ্যে মুভিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার ৩ অক্টোবর মেক্সিকো সিটিতে দেখানো হয়েছে। ট্রেলারে তাঁর অ্যাকশন দেখে ব্যাপক প্রশংসা করছেন সিনেমাপ্রেমীরা। 

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ