হোম > খেলা > ক্রিকেট

ক্যামেরাম্যানকে কেন দুঃখিত বললেন পন্ত

মাঠে ফেরাটা কী দুর্দান্তভাবেই রাঙাচ্ছেন ঋষভ পন্ত। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। চোট যে তাঁর পারফরম্যান্সে বাধা হতে পারেনি, তার প্রমাণ ৯ ম্যাচে ৩৪২ রান।

পন্তের এমন পারফরম্যান্স দেখে কে বলবে ১৫ মাস মাঠের বাইরে ছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার? ঘরের মাঠ দিল্লিতে গতকালও অপরাজিত ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন পন্ত। তাঁর এই ইনিংসের সৌজন্যেই দল হারতে হারতেও ৪ রানের জয় পেয়েছে। গুজরাট টাইটানসের হয়ে ঝোড়ো ইনিংসের সঙ্গে উইকেটের পেছনে ২ ক্যাচ নেওয়ায় ম্যাচ-সেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

গতকাল এবারের আইপিএলে তৃতীয় ফিফটি পাওয়ার ম্যাচে ৪৩ বলে ৮৮ রানের অনবদ্য ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৮ ছক্কায়। মাঠের চারদিকে বল আঁচড়ে ফেলার রাতে তাঁরই এক ছক্কায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন ক্যামেরাম্যান। ম্যাচ শেষে তাই ক্যামেরাম্যান দেবাশীষের কাছে দুঃখ প্রকাশ করতে ভোলেননি উইকেটরক্ষক ব্যাটার। 

আইপিএলের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন পন্ত। দুঃখ প্রকাশ করার সময় তাঁর পাশে ছিলেন দিল্লির কোচ রিকিং পন্টিং। ভিডিওতে ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘দুঃখিত দেবাশীষ ভাই, আমার কোনো অভিপ্রায় ছিল না আপনাকে আঘাত করার। আমার মনে হয় ভালোভাবে সেরে উঠতে পারবেন এবং আপনার জন্য শুভকামনা।’

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর

বিশ্ব রেকর্ড গড়া ব্যাটারকে বোকা বানালেন রিশাদ

এশিয়া কাপ ফাইনালে ভারতকে রানপাহাড়ে চাপা দিল পাকিস্তান