হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘ব্লু টিক’ উধাও

ইলন মাস্ক মালিকানা কিনে নেওয়ার পর টুইটারের নামকরণ করা হয়েছে হয়েছে ‘এক্স’। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সাইটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিশিয়াল পেজে ফলোয়ারের সংখ্যা ২১.৯ মিলিয়ন। 

এতদিন ধরে ‘এক্স’-এ বিসিসিআইয়ের অ্যাকাউন্টের পাশে ‘ব্লু টিক’ বা ‘ব্লু চেকমার্ক’ দেখা গেলেও আজ রবিবার থেকে সেটি উধাও। দেখা যাচ্ছে না ‘ব্লু টিক’। নেটিজেনদের ধারণা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি অনুরোধের পরেই এক্স কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

আজ স্থানীয় সময় সকাল ৯টা ৪৭ মিনিটে ‘এক্স’-এ নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, ‘হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসাবে সবার প্রতি অনুরোধ, আমাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টের ডিপি (ডিসপ্লে পিকচার) পরিবর্তন করে জাতীয় পতাকার ছবি রাখতে এবং আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন জানাতে, যাতে দেশের সঙ্গে আমাদের বন্ধন আরও সুদৃঢ় হয়।’ 

মোদির সেই পোস্টের পরে ‘ডিপি’ পরিবর্তন করে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের ডিপিতে দেখা যাচ্ছে ভারতের জাতীয় পতাকা। কিন্তু ডিপি পরিবর্তনের পর থেকে বিসিসিআইয়ের অ্যাকাউন্টের নামের পাশ থেকে ‘ব্লু টিক’ উধাও হয়ে গেছে। 

এক্স-এর নতুন নিয়ম অনুযায়ী, এই প্লাটফর্মের তরফ থেকে এখন বিসিসিআইয়ের অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে। তারা এক্স-এর নির্দেশিকা পালন করছে কি না সেটি যাচাই বাছাইয়ের পরে ‘ব্লু টিক’ ফিরিয়ে দেওয়া হবে।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা