অ্যাঞ্জেলো ম্যাথুসের ঘটনা কী ভুলে গেছেন শোয়েব মাকসুদ। তা না হলে পাকিস্তানের ব্যাটার এত বড় ভুল করলেন কি করে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে নির্দিষ্ট সময়ের মধ্যে বল মোকাবিলা করতে না পারায় ‘টাইমড আউট’ হয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে মুলতান অঞ্চল ও আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীরের ম্যাচে। সতীর্থ আউট হওয়ার পর ক্রিজে এসে জানতে পারেন টাইমড আউট হয়েছেন মুলতানের ব্যাটার শোয়েব। আম্পায়ারের সঙ্গে এ বিষয়ে কথা বলে পরে হতাশায় মাঠ ছাড়েন পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫৫ ম্যাচ খেলা এই ব্যাটার। তিনি এমন সময় আউট হলেন যখন ম্যাথুসের টাইমড আউটের ঘটনার এক মাসও পার হয়নি।
এমসিসির আইন অনুযায়ী, কোনো ব্যাটারের আউটের ৩ মিনিটের মধ্যে পরের বলটা খেলতে হবে। কিন্তু আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ২ মিনিটের মধ্যে খেলতে হবে। ম্যাথুস ২ মিনিটের মধ্যে উইকেটে এলেও বল খেলতে পারেননি। তাই আউট হয়েছেন তিনি।