হোম > খেলা > ক্রিকেট

রেকর্ডের কথা কখনোই ভাবেন না বাবর

রেকর্ড গড়া যেন বাবর আজমের কাছে ‘ডালভাত’। প্রতি ম্যাচেই কোনো না কোনো মাইলফলক তিনি স্পর্শ করেন। ‘স্বার্থপর’ শব্দটিও তাঁকে শুনতে হয় মাঝেমধ্যে। তবে বাবর জানিয়েছেন, ব্যক্তিগত মাইলফলক নিয়ে তিনি চিন্তিত নন।

রাওয়ালপিন্ডিতে গত পরশু প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। ২৮৯-এর লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ বলে ৪৯ রান করেন বাবর। তাতে দ্বিতীয় দ্রুততম এশিয়ান ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এতে পাকিস্তান অধিনায়কের লেগেছে ২৭৭ ইনিংস। তবে বাবরের কাছে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জয়ে অবদান রাখাই গুরুত্বপূর্ণ। স্থানীয় এক চ্যানেলকে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগত মাইলফলকের কথা কখনোই চিন্তা করিনি। দলের জয়ে অবদান রাখার মতো পারফরম্যান্স করাই আমার লক্ষ্য। এই লক্ষ্যে খেললে আপনি মাইলফলক অর্জন করবেন। দলের জন্য পারফরম্যান্স করাই লক্ষ্য হওয়া উচিত। মাইলফলক, রেকর্ড—এগুলো সেই মানসিকতার ফল।’

ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রেকর্ড গড়েন বাবর। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪২ ম্যাচ জিতেছেন পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটার, যা যৌথ সর্বোচ্চ। বাবরের মতো এই সংস্করণে অধিনায়ক হিসেবে সমান ৪২ ম্যাচ জিতেছেন মরগান ও আসগর আফগান। আর প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ সেঞ্চুরি করেন তিনি, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের মতো তিনটি করে সেঞ্চুরি আছে গ্লেন ম্যাক্সওয়েল ও সূর্যকুমার যাদবের।

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ

মেয়েদের বিসিএলে রোমাঞ্চের এক দিন