হোম > খেলা > ক্রিকেট

রেটিং কমলেও আগের অবস্থানেই বাংলাদেশ 

টেস্ট ও টি-টোয়েন্টিতে গত এক বছর আশানুরুপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা বার্ষিক র‍্যাঙ্কিংয়ে। এই দুই সংস্করণে রেটিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। তবে র‍্যাঙ্কিংয়ে অবস্থান নড়চড় হয়নি বাংলাদেশের।

২০২২ এর মে থেকে চলতি বছরের মে পর্যন্ত হিসাব করেই আজ আইসিসি তাদের বার্ষিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। মূলত টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দুটো সংস্করণেই বাংলাদেশ বরাবরের মতো আছে ৯ নম্বরে। গত বছরের মে থেকে এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। রেটিং পয়েন্ট ৪৭ থেকে কমে হয়েছে ৪৫। ৭ টেস্ট খেলে জিতেছে একটি টেস্ট। একমাত্র টেস্ট জয়টি বাংলাদেশ পেয়েছে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই সময়ে বাংলাদেশ হেরেছে ৫ টেস্ট এবং ড্র করেছে একটি টেস্ট। টেস্টে একমাত্র ড্র এসেছিল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। এই সময় শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত-এই তিন দেশের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ।

অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ বছর দারুণ সময় কাটছে। ছয় টি-টোয়েন্টির মধ্যে জিতেছে পাঁচ টি-টোয়েন্টি ও হেরেছে এক টি-টোয়েন্টি। যার মধ্যে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সাকিব আল হাসানের দল। তবে গত এক বছরের হিসেবে টি-টোয়েন্টির পারফরম্যান্সও আশানুরূপ নয়। গত বছরের মে থেকে এখন পর্যন্ত বাংলাদেশ এই সংস্করণে ২৫ ম্যাচ খেলে জিতেছে ১০ ম্যাচ, হেরেছে ১৪ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এ সময় রেটিং পয়েন্ট ২২৬ থেকে কমে হয়েছে ২২২। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হেরেছে। তবে সাকিবের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের দুই ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে