টেস্ট ও টি-টোয়েন্টিতে গত এক বছর আশানুরুপ পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা বার্ষিক র্যাঙ্কিংয়ে। এই দুই সংস্করণে রেটিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে অবস্থান নড়চড় হয়নি বাংলাদেশের।
২০২২ এর মে থেকে চলতি বছরের মে পর্যন্ত হিসাব করেই আজ আইসিসি তাদের বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। মূলত টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের র্যাঙ্কিং হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দুটো সংস্করণেই বাংলাদেশ বরাবরের মতো আছে ৯ নম্বরে। গত বছরের মে থেকে এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। রেটিং পয়েন্ট ৪৭ থেকে কমে হয়েছে ৪৫। ৭ টেস্ট খেলে জিতেছে একটি টেস্ট। একমাত্র টেস্ট জয়টি বাংলাদেশ পেয়েছে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই সময়ে বাংলাদেশ হেরেছে ৫ টেস্ট এবং ড্র করেছে একটি টেস্ট। টেস্টে একমাত্র ড্র এসেছিল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। এই সময় শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত-এই তিন দেশের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ।