হোম > খেলা > ক্রিকেট

লর্ডসে ইফতার করে উচ্ছ্বসিত মরগানরা 

পূর্ব ঘোষণা অনুযায়ী মুসলিম ক্রিকেটারদের সঙ্গ ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইফতারের আয়োজন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গতকাল ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে এই ইফতারের আয়োজন করেছিল ইসিবি।

ব্রিটিশ–পাকিস্তানি বংশোদ্ভূত কমেডিয়ান, অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ এই ইফতার অনুষ্ঠানে উপস্থাপনা করেন। নিজের একটি ছবি পোস্ট করে  টুইটে নওয়াজ লিখেছেন, ‘লর্ডসের লং রুমে ইসিবির প্রথম ইফতার অনুষ্ঠানে এই লোকটা উপস্থাপনা করবে। কী দারুণ সম্মান!’

ইংলিশ বোর্ডের এই আয়োজন বিশ্ব ক্রিকেট বেশ প্রশংসা আদায় করে নিয়েছে। ইসিবি এমন আয়োজনের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক এউইন মরগান। আজ এক টুইট বার্তায় ইংলিশ অধিনায়ক লিখেছেন ‘সত্যিই কালকের সন্ধ্যাটা ছিল বেশ উপভোগ্য, প্রথমবারের মতো ইফতার আয়োজন করা হল এখানে। রামাদান কারিম।’

ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন আজিম রফিক, ইয়র্কশায়ারে খেলার সময় যাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল।  আজিম রফিক বর্ণবাদের ভয়াবহ অভিযোগ তোলার পর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ইসিবি। লর্ডসে ইফতার অনুষ্ঠান তারই অংশ বলেই মনে করছেন অনেকে। তবে এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রফিক।

এই আয়োজন নিয়ে তিনি  টুইটারে লিখেছেন, ‘বিগত বছরগুলোতে অনেক ইফতারে আমি অংশ নিয়েছি। কিন্তু গতকাল লর্ডসের লং রুমের এই ইফতার আমার আজীবন মনে থাকবে। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। সম্মানিত বোধ করছি।’

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন