হোম > খেলা > ক্রিকেট

লর্ডসে ইফতার করে উচ্ছ্বসিত মরগানরা 

পূর্ব ঘোষণা অনুযায়ী মুসলিম ক্রিকেটারদের সঙ্গ ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইফতারের আয়োজন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গতকাল ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে এই ইফতারের আয়োজন করেছিল ইসিবি।

ব্রিটিশ–পাকিস্তানি বংশোদ্ভূত কমেডিয়ান, অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ এই ইফতার অনুষ্ঠানে উপস্থাপনা করেন। নিজের একটি ছবি পোস্ট করে  টুইটে নওয়াজ লিখেছেন, ‘লর্ডসের লং রুমে ইসিবির প্রথম ইফতার অনুষ্ঠানে এই লোকটা উপস্থাপনা করবে। কী দারুণ সম্মান!’

ইংলিশ বোর্ডের এই আয়োজন বিশ্ব ক্রিকেট বেশ প্রশংসা আদায় করে নিয়েছে। ইসিবি এমন আয়োজনের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক এউইন মরগান। আজ এক টুইট বার্তায় ইংলিশ অধিনায়ক লিখেছেন ‘সত্যিই কালকের সন্ধ্যাটা ছিল বেশ উপভোগ্য, প্রথমবারের মতো ইফতার আয়োজন করা হল এখানে। রামাদান কারিম।’

ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন আজিম রফিক, ইয়র্কশায়ারে খেলার সময় যাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল।  আজিম রফিক বর্ণবাদের ভয়াবহ অভিযোগ তোলার পর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ইসিবি। লর্ডসে ইফতার অনুষ্ঠান তারই অংশ বলেই মনে করছেন অনেকে। তবে এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রফিক।

এই আয়োজন নিয়ে তিনি  টুইটারে লিখেছেন, ‘বিগত বছরগুলোতে অনেক ইফতারে আমি অংশ নিয়েছি। কিন্তু গতকাল লর্ডসের লং রুমের এই ইফতার আমার আজীবন মনে থাকবে। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। সম্মানিত বোধ করছি।’

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ঢাকার হারের কারণ জানালেন সাব্বির

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী