হোম > খেলা > ক্রিকেট

লর্ডসে ইফতার করে উচ্ছ্বসিত মরগানরা 

পূর্ব ঘোষণা অনুযায়ী মুসলিম ক্রিকেটারদের সঙ্গ ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইফতারের আয়োজন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গতকাল ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে এই ইফতারের আয়োজন করেছিল ইসিবি।

ব্রিটিশ–পাকিস্তানি বংশোদ্ভূত কমেডিয়ান, অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ এই ইফতার অনুষ্ঠানে উপস্থাপনা করেন। নিজের একটি ছবি পোস্ট করে  টুইটে নওয়াজ লিখেছেন, ‘লর্ডসের লং রুমে ইসিবির প্রথম ইফতার অনুষ্ঠানে এই লোকটা উপস্থাপনা করবে। কী দারুণ সম্মান!’

ইংলিশ বোর্ডের এই আয়োজন বিশ্ব ক্রিকেট বেশ প্রশংসা আদায় করে নিয়েছে। ইসিবি এমন আয়োজনের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক এউইন মরগান। আজ এক টুইট বার্তায় ইংলিশ অধিনায়ক লিখেছেন ‘সত্যিই কালকের সন্ধ্যাটা ছিল বেশ উপভোগ্য, প্রথমবারের মতো ইফতার আয়োজন করা হল এখানে। রামাদান কারিম।’

ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন আজিম রফিক, ইয়র্কশায়ারে খেলার সময় যাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল।  আজিম রফিক বর্ণবাদের ভয়াবহ অভিযোগ তোলার পর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ইসিবি। লর্ডসে ইফতার অনুষ্ঠান তারই অংশ বলেই মনে করছেন অনেকে। তবে এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রফিক।

এই আয়োজন নিয়ে তিনি  টুইটারে লিখেছেন, ‘বিগত বছরগুলোতে অনেক ইফতারে আমি অংশ নিয়েছি। কিন্তু গতকাল লর্ডসের লং রুমের এই ইফতার আমার আজীবন মনে থাকবে। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। সম্মানিত বোধ করছি।’

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিলেন মুশফিক-মিরাজরা

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি