হোম > খেলা > ক্রিকেট

আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল শ্রীলঙ্কা

সেমিফাইনালের ন্যুনতম আশা বাঁচিয়ে রাখতে ব্রিসবেনে আজ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা-আফগানিস্তান।এই ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।তাতে লঙ্কানদের যেমন সেমিতে খেলার কিঞ্চিৎ আশা টিকে রইল, একই সঙ্গে আফগানদেরও বেজে গেছে বিদায় ঘণ্টা।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙে যায় ১২ রানেই। দ্বিতীয় ওভারের শেষ বলে পাথুম নিশাংকাকে বোল্ড করে দেন মুজিব-উর-রহমান। নিশাংকার বিদায়ের পর উইকেটে আসেন ধনঞ্জয় ডি সিলভা। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস-ডি সিলভা করেছেন ৩৫ বলে ৩৪ রানের জুটি। মেন্ডিসকে আউট করে এই জুটি ভাঙেন রশিদ খান।এরপর তৃতীয় উইকেটে ডি সিলভা-চারিথ আসালাঙ্কা গড়েন ৩৪ বলে ৫৪ রানের জুটি। এই জুটিতেই মূলত লঙ্কানরা ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। 

আসালাঙ্কা বিদায়ের পর আসেন ভানুকা রাজাপক্ষে। রাজাপক্ষেকে নিয়ে চতুর্থ উইকেটে ২৭ বলে ৪২ রানের ঝোড়ো জুটি গড়েন ডি সিলভা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ফিফটি তুলে নেন এই টপ অর্ডার ব্যাটার। আর ১৯ তম ওভারের তৃতীয় বলে চার মেরে লঙ্কানদের জয়ের বন্দরে নিয়ে যান ডি সিলভা। ইনিংস সর্বোচ্চ ৬৬ রান করেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার। দুটো করে উইকেট নিয়েছেন রশিদ এবং মুজিব।

ম্যাচসেরা হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন লঙ্কান এই লেগস্পিনার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে আফগানরা করে ১৪৪ রান। সর্বোচ্চ ২৮ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন হাসারাঙ্গা।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন